Ticker

6/recent/ticker-posts

ডাইনামিক ক্যরিয়ারের পক্ষথেকে সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুবেচ্ছা। ঈদ মোবারক।


ঈদের শুবেচ্ছা
সাজ্জাদ হোসেন


চাঁদ উঠেছে গগন মাঝে
সেজেছে পৃথীবি নতুন সাজে ।


এসেছে শ্রান্তি ধরবার বুকে,
ধ্বনি গরিব সবার মাঝে।


গাইছে সবাই একক সুরে 
ছোট বড় সবাই মিলে 


ঈদ মোবারক ঈদ মোবারক 
ঈদ মোবারক ঈদ।


কে-বা গরিব কে-বা ধ্বনি
সকলে যেন আজকে ধ্বনি।


ভালবাসার দৃশ্য খানি
ছড়িয়ে পরুক বিশ্ব প্রাণে।


নেই ভেদাভেদ কারো মাঝে
এ যেন এক স্বপ্ন সাজে।


ভাল বাসার এমন দ্বীনে 
গাইব সবাই একক মনে


ঈদ মোবারক ঈদ মোবারক 
ঈদ মোবারক ঈদ


চাঁদ উঠেছে গগন প্রাণে
ঈদ এসেছে সবার মণে।


কেটে যাবে সব ভেদা-ভেদ
ধ্বনি গরিব সবার মাঝে।


মিলব মোরা ঈদের প্রাণে
গাইব সবাই একক মনে


ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ইদ।


সকলকে আন্তরিক ভাবে ঈদের শুবেচ্ছা যানােই। সকলের মাঝে এই ঈদ যেন আনন্দের জোয়ার নিয়ে আসে। যদিও এবারের ( 2020 সালের ) ঈদ একটু আলাদা ভাবে উৎযাপিত হতে চলেছে। সকলেই অবহিত যে আমাদের প্রথীবিটা একটা সংকট-ময় মূহুর্তের মধ্য দিয়ে যাচ্ছে। করোনা নামের ঘাতক আমাদের সকলের মাঝে দূরত্ব সৃষ্টি  করেছে। আমরা সকলেই সামাজিক দূরত্ব বজাই রেখে ঈদের আনন্দ উপভোগ করব। ঈদের আনন্দটা যেমন আমাদের জন্য গুরুত্ব পূর্ণ তেমনি সুস্থ থাকাটাও গুরুত্ব-পূর্ণ  । এজন্য সামাজিক দূরত্ব বজাই রেখে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করব। আবার এক সময় আসবে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উৎযাপিত করব, কোলাকুলি করব, এক সাথে ঘুরে বেরব। আমাদের সকলকে এক সাথে হতে হবে এই সংকট-ময় মূহুর্ত পার করার জন্য। সকলে মিলে স্বাস্থ্য বিধি মেনে চলব। আমারা আমাদের মাঝে কাউকে হারাতে চায় না। তাই আমার এই ঈদ একটু আলাদা ভাবে ঘরে থেকে আনন্দ করব। আল্লাহতায়ালা সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, সুন্দর ভাবে ঈদে আনন্দ করার সুযোগ দান করুক। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সামাজিক দূরুত্ব বজাই রেখে ঈদ উৎযাপিত করবেন।

slider

Post a Comment

0 Comments