Ticker

6/recent/ticker-posts

SSC পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের প্রাণ ঢালা সুবেচ্ছা।



SSC পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক সুবেচ্ছা ও অভিনন্দন

এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী বিন্দদের জানায় আন্তরিক সুবেচ্ছা ও অভিনন্দন। অক্লান্ত
পরিশ্রমের পর 31/6/2020 তারিখ রেজাল্ট প্রকাশের মাধ্যমে পরিশ্রমের ফলাফল মিলল সকলের । অনেকে GP-A -5 পেয়েছে আবার অনেকের GP-A -5  হয়ত ছুটে গিয়েছে। যিনারা GP-A -5 পেয়েছে তারা অবশ্যই তাদের জীবণে আগে এগিয়ে যাওয়ার একটি ধাপ পার করেছে। আর যাদের GP-A -5  ছুটে গিয়েছে তাদের এ নিয়ে হতাশ হবার কিছু নেই। তাদের মন-বল বাড়াতে হবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এটি কখনও মনে করা যাবে না যে আমি 3 বা 4 পয়েন্ট পেয়েছি তাহলে হয়ত আমি আর জীবণে কিছু করতে পারব না, আমার জীবন শেষ হয়ে গেছে। এগুলো চিন্তা করা একেবারে বোকামো। 

একাটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে: 
মনে কর তুমি একটি গাড়ি চালাচ্ছ। হঠৎ সামনে একটি গাড়ি চলে এল । তুমি কোন রকম গাড়িটারে অর্ভাটেক করলা। তার পর ভাবছ যে তুমি হয়ত গাড়ি ভাল চালাতে পার না, তুমি আর গাড়ি চালাতে পারবা না। এই বিষয় নিয়ে তুমি অমনোযোগী হয়ে পড়লা , এমন সময় আর একটা গাড়ি তোমার সামনে চলে আসল । তখন তোমার মনোযোগ না থাকার কারণে অবস্যই গাড়িটির সাথে তোমার গাড়ির সংঘর্ষ হবে। কারণ ‍তুমি প্রথম ঘটনাকে বেশি প্রাধান্য দিয়েছ। কিন্তু তোমার দরকার ছিল সামনের দিকে বেশি মনোযোগ দেওয়া এবং যে ভুলটি হয়েছে তা যেন আর না হয় সেদিকে লক্ষ রাখা। 

উদাহরণটির মূল কথা:
তুমি যে পয়েন্ট পেয়েই পাশ করনা কেন তোমাকে সেদিকে লক্ষ না রেখে তোমাকে লক্ষ রাখতে হবে আগামিতে আরো ভাল রেজাল্ট করার জন্য। যদি এই রেজাল্ট নিয়ে বেশি আবেগে পড়ে থাক তাহলে সামনের রেজাল্ট গুলোও খারাপ হবে ঔ গাড়ির সংঘর্ষের মত । গাড়ি চালানোর সময় কেউ গাড়ির দিকে লক্ষ করে না, সবাই সামনের দিকে লক্ষ করে। কারণ সামনে থেকে আসা সকল বাধা যেন সে উপেক্ষা করতে পারে। সকলের জীবণটাও ঠিক তেমনি। যদি আজকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পড়ে থাক তাহলে সামনের দিনে এর থেকে খারপ ঘটনা তোমার জীবণে ঘটতে পারে। তাই এই রেজাল্ট নিয়ে পড়ে না থেকে সামনের রেজাল্ট গুলো ভাল করার জন্য চেষ্ট কর। দেখবে একসময় তুমিই সব থেকে ভাল রেজাল্ট করবা।

সকলের উদ্দেশ্যে বলতে চায় :
তোমরা যে রেজাল্টি করনা কেন তানিয়ে আনন্দ বা কষ্ট পেয়ে সময় নষ্ট করার দরকার নেই। সকলেই
সামনের রেজাল্ট গুলো নিয়ে চিন্তা করা। কিভাবে সামনের রেজাল্টগুলো ভাল করা যায়। ‍এই রেজাল্টটি ছিল
তোমাদের জীবণের প্রথম ধাপ। এখন জীবণের পরবর্তী ধাপগুলো নিয়ে চিন্তা কর।

Post a Comment

0 Comments