Ticker

6/recent/ticker-posts

Ekushey February | Rabbiqul Islam Shakil | একুশে ফেব্রুয়ারি | রাব্বিকুল ইসলাম শাকিল


Sports

একুশে ফেব্রুয়ারি

রাব্বিকুল ইসলাম শাকিল

 

একুশ আমার সৃতি

একুশ আমার কাঁন্না।

একুশ আমার গর্ব।

 

মাগো জীবণে যতদিন বাঁচবো,

একুশকে নিয়েই ভাববো।

ভাববো কত আাঁকবো কত ,

রাংবে-রংঙ্গের ছবি।

 

মাগো মনে পরে সেদিনের

রাজপথের কথা।

হারিয়েছিলাম রফিক,

শফিক সহ নাম নাজানা

অনেক ভাইকে।

 

হারিয়েছিলাম ত্রিশলক্ষ শহীদকে।

হারিয়েছিলাম দুলক্ষ

মা-বোনের ইজ্জতকে।

 

মাগো ভুলিনি তাদেরকে

ভূলিনি সে দিনগুলোর কথাকে।

মাগো তাঁদের ত্যাগের বিনিময়েইতো

পেয়েছি মাতৃভাষা,,

পেয়েছি স্বাধীন বংলাদেশ।

 

মাগো আমিকি ভূলিতে পারি

সেই একুশের স্মৃতিগুলিকে।

আমিকি ভূলিতে পারি সেদিনের

শত মায়ের কাঁন্নাকে।

 

তাইতো মাগো, একুশের সব

স্মৃতিগুলোকে গেঁথে রেখেছি

দুইনয়নের জ্বলে।

ইংরেজি সংষ্করণঃ

Ekushey February

Rabbiqul Islam Shakil


Twenty-one is my memory

Twenty-one is my cry.

Twenty-one is my pride.


Ma'am, as long as I live,

I will think about Twenty-one.

I will think how much I will draw,

Color-colored pictures.


Ma'am, remember that day

Speaking of highways.

Lost Rafiq,

Name unknown including Shafiq

To many brothers.


I lost three lakh martyrs.

Lost Two lakhs

To the honor of mother and sister.


Ma'am, don't forget them

I did not forget the words of those days.

Ma'am, in exchange for their abandonment

Mother tongue, received

Got an independent Bangladesh.


Ma'am, I can forget

Memories of that twenty-first.

I can forget that day

Hundreds of mother's cries.


So ma'am, all of Ekushey

I have built the memories

The twinkling of an eye.

Post a Comment

1 Comments

Thank you for your comment.