দশম অধ্যায়ের গুরুত্ব পূর্ণ M.C.Q
বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রশ্ন সমূহ
১.পলিনিয়াম কোথায় পাওয়া যায়?
(ক)Orchidaceae (খ) Graminae
(গ)
Rubiaceae (গ)
Solanaceae
উত্তরঃ (ক)
২. নীচের কোন অংশ জনন কাজে সরাসরি ব্যবহৃত হয় না?
(ক)
বৃতি (খ)
পুংকেশর
(গ)
গর্ভমুন্ড (ঘ)
পরাগথলি
উত্তরঃ (ক)
৩.পরাগথলি ফুলের কোন অংশে থাকে-
(ক)
বৃতি (খ)দল
(গ)
পুংস্তবক (ঘ) স্ত্রীস্তবক
উত্তরঃ (গ)
৪. পরাগরেণুর ইন্টাইন স্তর বৃদ্ধি পেয়ে কোন পথে
নলাকারে বের হয়ে আসে?
(ক)
ডিম্বক নাড়ি (খ) ডিম্বক
রন্ধ্র
(গ)
জনন রন্ধ্র (ঘ) গর্ভদণ্ড
উত্তরঃ (গ)
৫. কখন নালিকা নিউক্লিয়াস উৎপন্ন হয়?
(ক)
স্তী গ্যামিটোফাইটের পরিস্ফুটন
(খ)
নিষেকক্রিয়া
(গ)
পরাগায়ন
(ঘ)
পুংগ্যামিটের পরিস্ফুটন
উত্তরঃ (ঘ)
৬. সপুষ্পক উদ্ভিদের একটি পরাগরেণু থেকে কতটি পুং
প্যামেট সৃষ্টি হয়?
(ক)
১ টি (খ)
২ টি
(গ)
৩টি (ঘ)
৪ টি
উত্তরঃ (ঘ)
৭.ফুলে মিয়োসিস হয়-
(ক)
বৃতিতে (খ) দলে
(গ)
পুংকেশরে (ঘ) বোটায়
উত্তরঃ (গ)
৮. একটি পরাগ থলিতে ২৫ টি রেণু মাতৃকোষ থাকলে মিয়োসিস
বিভাজনের পর কতটি পরাগরেণু তৈরি হবে?
(ক)
২৫ (খ)
৫০
(গ)
৭৫ (ঘ)
১০০
উত্তরঃ (খ)
৯. পরাগরেণুর বাইরের পুরু, শক্ত ও কিউটিনযুক্ত ত্বককে
কী বলে?
(ক)
ইন্টাইন (খ) এক্সাইন
(গ)
রেণুরন্ধ্র (ঘ)
পলিনিয়াম
উত্তরঃ (খ)
১০. পরাগরেণুর ভেতরের পাতলা ও সেলুলোজ নির্মিত ত্বককে
কি বলা হয়?
(ক)Intine (খ) Exine
(গ)
Cuticle (ঘ)
Folicle
উত্তরঃ (ক)
১১. শিম উদ্ভিদে কী ধরনের ডিম্বক থাকে?
(ক)
উধ্বমুখী (খ) পার্শ্বমুখী
(গ)অর্ধোমুখী (ঘ) বক্রমুখী
উত্তরঃ (গ)
১২. সরিষা উদ্ভিদে কোন ধরনের ডিম্বক থাকে?
(ক)
অধোমুখী (খ) পার্শ্বমুখী
(গ)
বক্রমুখী (ঘ) অর্ধমুখী
উত্তরঃ (গ)
১৩. পোরোগ্যামিক নিষেক হয় যদি পরাগনালিকা ভ্রুণ
থলিতে প্রবেশ করে-
(ক)
ডিম্বক মূল দিয়ে (খ) ডিম্বক
রন্ধ্র দিয়ে
(গ)
ডিম্বকে পাশ দিয়ে (ঘ) ডিম্বাণু
দিয়ে
উত্তরঃ (খ)
১৪. পরাগ নালিকা ডিম্বকের মধ্যে প্রবেশ করার সবচেয়ে
বেশী ব্যবহৃত প্রত্রিয়া হচ্ছে-
(ক)
পোরো গ্যামি (খ) প্লিয়ুরোগ্যামি
(গ)
ক্যালাজোগ্যামি (ঘ) উপরের কোনটিই
নয়।
উত্তরঃ (ক)
১৫. গর্ভযন্ত্রের উপাদান হলো?
(ক)
নিউসেলাস (খ)
সহকারী কোষ
(গ)
প্রতিপাদ কোষ (ঘ) গৌণকেন্দ্রিকা
উত্তরঃ (খ)
১৬. ডিম্বাণুযন্ত্র কত নিউক্লিয়াস বিশিষ্ট?
(ক)
এক (খ) দুই
(গ)
তিন (ঘ)আট
উত্তরঃ (গ)
১৭. নিম্নের কোনটি স্ত্রী গ্যামেটোফাইটের অংশ নয়?
(ক)
প্রতিপাদ কোষ (খ) সহকারী কোষ
(গ)
গর্ভযন্ত্র (ঘ)
ডিম্বানু
উত্তরঃ (গ)
১৮.মনোস্পোরিক প্রক্রিয়ায় কত শতাংশ উদ্ভিদে ভ্রুণথলি
গঠিত হয়?
(ক)
২৫ (খ)
৫০
(গ)
৭৫ (ঘ)
৯০
উত্তরঃ (গ)
১৯. ত্রিমিলন প্রক্রিয়াটি নিচের কোটির সাথে সম্পর্কিত?
(ক)
গৌণ নিউক্লিয়াস (খ) ডিম্বাণু
(গ)
সহকারী কোষ (ঘ) প্রতিপাদ
কোষ
উত্তরঃ (ক)
২০. ভ্রূণথলিতে একটি পুংগ্যামেট ও একটি ডিম্বাণুর
মিলনকে কী বলে?
(ক)
ক্যালাজোগ্যামি (খ) সিনগ্যামি
(গ)
প্রোগ্যামি (ঘ) মেসোগ্যামি
উত্তরঃ (খ)
২১. নিচের কোনটি ডিপ্লয়েড কোষ?
(ক)
স্পোর (খ) ডিম্বাণু
(গ)
ঊস্পোর (ঘ) পরাগরেণু
উত্তরঃ (গ)
২২. উদ্ভিদের নিষেক ক্রিয়া সংঘটিত হয়-
(ক)
গর্ভমুন্ডে (খ) গর্ভদন্ডে
(গ)
ডিম্বকে (ঘ) গর্ভাশয়ে
উত্তরঃ (গ)
২৩. সস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?
(ক)
n (খ) 2n
(গ)
3n (ঘ) 4n
উত্তরঃ (গ)
২৪. সিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াসের পরিবর্তিত
রুপ কোনটি?
(ক)
বীজ (খ) ভ্রুণ
(গ)
সস্য (গ)
হাইলাম
উত্তরঃ (গ)
২৯. কোন ফলটিতে এরিল আছে?
(ক)
আম (খ) কলা
(গ)
লিচু (ঘ)
আনারস
উত্তরঃ (গ)
৩০. নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়?
(ক)
ভ্রূণ (খ)
ফল
(গ)
বীজ (ঘ)বীজত্বক
উত্তরঃ (খ)
৩১. নিষেকের ফলে কোনটি উৎপন্ন হয় না?
(ক)
বীজ (খ) জাইগোস্পোর
(গ)
সস্যকলা (ঘ) ভ্রূণ
উত্তরঃ (খ)
৩২. ডিম্বকনাড়ী, নিষেকের পর কিসে পরিণত হয়?
(ক)
টেস্টা (খ)
বীজ
(গ)
বীজের বোঁটা (ঘ) ফল
উত্তরঃ (গ)
৩৩. নিষেকের পর কোনটি বীজে পরিণত হয়?
(ক)
গর্ভাশয় (খ) সেকেন্ডারী
নিউক্লিয়াস
(গ)
ডিম্বক (ঘ) ডিম্বাণু
উত্তরঃ (গ)
৩৪. নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?
(ক)
ভ্রূণ (খ)
বীজ
(গ)
ফল (ঘ)
টেষ্টা
উত্তরঃ (খ)
৩৫. নিম্নের কোনটি পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
নয়?
নিষেকের
আগে সিষেকের
পরে
(ক)
ডিম্বাণু বীজ
(খ)
গর্ভাশয় ফল
(গ)
ডিম্বক নালী প্ল্যাসেন্টা
(ঘ)
এক্সাইন টেস্টা
উত্তরঃ (ক)
৩৬. ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্তবকের-
(ক)
গর্ভদন্ডে (খ) গর্ভমুন্ডে
(গ)
ডিম্বাশয়ে (ঘ) ডিম্বকে
উত্তরঃ (ঘ)
৩৭. নিষেক ক্রিয়ার পর গর্ভাশয়ের অবস্থা কী হয়?
(ক)
ফল (খ) বীজ
(গ)
পেরিস্পার্ম (ঘ) নষ্ট
হয়ে যায়
উত্তরঃ (ক)
৩৮. এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে উৎপন্ন হয়-
(ক)
সস্যল বীজ (খ)
অসস্যল বীজ
(গ)
এরিল (ঘ) নিউসেলাস
উত্তরঃ (ক)
৩৯. সপুষ্পক উদ্ভিদে নিষিক্ত ডিম্বাণু নিম্নলিখিত
অংশে রুপান্তরিত হয়-
(ক)
ফল (খ) বীজ
(গ)
সস্য (ঘ)
ভ্রূণ
উত্তরঃ (ঘ)
৪০. নিচের কোনটির মিলন ক্যারিওগ্যামী?
(ক)
সাইটোপ্লাজম (খ) নিউক্লিয়াস
(গ)
গ্যামিটের মিলন (ঘ) স্পোরের
মিলন
উত্তরঃ (খ)
৪১. নিচের কোনটি মূলের মাধ্যমে বংশ বিস্তার করে?
(ক) ওলকচু (খ)
গোলআলু
(গ)
চুপরিআলু (ঘ) মিষ্টি
আলু
উত্তরঃ (ঘ)
৪২. মূলের মাধ্যমে কোন উদ্ভিদের প্রজনন ঘটে?
(ক)
ডালিয়া (খ) গোলাপ
(গ)
আখ (ঘ) বাঁশ
উত্তরঃ (ক)
৪৩. নিচের কোন উদ্ভিদটি মূল দ্বারা বংশ বৃদ্ধি করে?
(ক)
পাখর কুচি (খ) ডালিয়া
(গ)
থানকুনী (ঘ) ফনিমনসা
উত্তরঃ (খ)
৪৪. চন্দ্রমল্লিকা
বংশবিস্তার করে কিসের সাহায্যে?
(ক)
পাতর (খ) মূলের
(গ)
অর্ধবায়বীয় কান্ডের (ঘ)
ভূনিম্নস্থ কান্ডের
উত্তরঃ (ঘ)
৪৫. গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি?
(ক)
কাণ্ড (খ)
মূল
(গ)
পাতা (ঘ) মুকুল
উত্তরঃ (ক)
৪৬. নিচের কোনটি কান্ডের মাধ্যমে জনন সম্পন্ন করে?
(ক)
পাথরকুচি (খ) আদা
(গ)
কাকরো (ঘ) পটল
উত্তরঃ (খ)
৪৭. স্বাভাবিক অঙ্গজ প্রজননের উদাহরণ নয় কোনটি?
(ক)
আলু (খ) হলুদ
(গ)
আদা (ঘ) ছত্রাক
উত্তরঃ (ঘ)
৪৮. কোনটির নতুন উদ্ভিদের জন্ম কাণ্ড থেকে হয় না?
(ক)
আদা (খ) হলুদ
(গ)
আলু (ঘ) মিষ্টি
আলু
উত্তরঃ (ঘ)
৪৯. বাল্ব-থেকে নিম্নের কোন উদ্ভিদ জন্মায়?
(ক)
আদা (খ) আলু
(গ)
আখ (ঘ) পেঁয়াজ
উত্তরঃ (ঘ )
৫০. নিম্নের কোনটি পাতার মাধ্যমে জনন সম্পন্ন করে?
(ক)
পাথারকুচি (খ) মিষ্টি
আলু
(গ)
পটল (ঘ) আদা
উত্তরঃ (ক)
1 Comments
thank you
ReplyDeleteThank you for your comment.