Ticker

6/recent/ticker-posts

শামসুর রাহমানের এরপরও কবিতা

পঞ্চাশের দশকের কবি শামসুর রাহমানের বন্দী শিবির থেকে নেওয়া  এরপরও কবিতাটির সাথে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে সময়টার মধ্যে আমরা যাচ্ছি তার অনেকটাই মিল পাওয়া যায়।


এরপরও আর কজন থাকবে টিকে?
কজন পারবে মৃত্যুকে দিতে ফাঁকি?
বিদ্বজ্জন দেশে নেই আর বাকি।
একি হত্যার তান্ডব চৌদিকে!

বন্ধুরা ক্রমে যাচ্ছে দূরে সরে-
কেউ কেউ মৃত, অনেকে দেশান্তরী।
এই দুর্যোগে আমি কোন পথ ধরি?
কাঁটাতারে মুখ থুবরে পড়ে?

মৃত্যুর সাথে দাবা খেলি প্রায়-মৃত।
কোথাও একটি চেনা মুখ যদি দেখি,
বিস্মিত ভাবি, সত্যি ঘটনা একি?
করি সন্দেহ কাউকে দেখলে প্রীত।

আতঙ্কময় শহরে অবিশ্রাম
মানুষ ঝরছে, যেন সব পচা ফল!
এখন ব্যক্তিগত চিঠি ঝলমল
করলে স্বস্তি, পেলে কোনো টেলিগ্রাম।

slider

Post a Comment

0 Comments