সপ্তম অধ্যায়
১। বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে
জন্মে?
ক) ৪০০০ প্রজাতি খ) ৫ প্রজাতি
গ) ৮৩ প্রজাতি ঘ) ৭২১ প্রজাতি
২। জীবন্ত জীবাশ্ম হলো—
ক) Cycas
sp খ)
Semibarbula sp
গ) Pinus sp
ঘ) Funaria sp
৩। নিষেকের আগে কোনটিতে শাঁস (বহফড়ংঢ়বৎস) উৎপন্ন হয়?
ক) মসে খ)
ফার্নে
গ) জিমনোস্পার্মে ঘ) অ্যানজিওস্পার্মে
৪। পাম ফার্ন বলা হয় কোন উদ্ভিদটিকে?
ক) Thuja
খ) Pteris
গ) Gnetum ঘ) Cycas
৫। Cycas-এর মূলে—
i. অসংখ্য দ্ব্যাগ্র শাখা থাকে
ii. Nostoc বাস করে
iii. এর আকৃতি সামুদ্রিক প্রবালের মতো
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৬। চিত্রের B চিহ্নিত অংশটি হলো—
ক) পিনিউল খ) অ্যাপোফাইসিস
গ) সোরাস ঘ) ডিম্বক
উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৭। ‘Q’ চিহ্নিত অংশটিকে বলা হয়—
ক) পিনিউল খ) সোরাস
গ) র্যাকিস ঘ)
অ্যাপোফাইসিস
৮। বীজ আবৃত অবস্থায় থাকলে উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদের সঙ্গে বৈসাদৃশ্য দেখা যায়—
i. এন্ডোস্পার্ম
ii. নিষেক
iii. উদ্ভিদ স্পোরোফাইটিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
চিত্রটি লক্ষ করো এবং ৯-১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৯। চিত্রে A চিহ্নিত অংশটি হলো—
ক) পুংরেণুপত্র খ) স্ত্রীরেণু পত্র
গ) পিনিউল ঘ) ডিম্বক
১০। উদ্দীপকের গঠন—
i. Cycas উদ্ভিদে পাওয়া যায়
ii. বাদামি বর্ণের লোমে আবৃত
iii. বীজ ধারণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। উদ্দীপকে প্রদর্শিত চিত্রে বিদ্যমান—
i. ডিম্বক
ii. পিনিউল
iii. অ্যাপোফাইসিস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১২। উদ্ভিদকুলের সর্ববৃহৎ শুক্রাণু পাওয়া যায় কোনটিতে?
ক) Mangifera
খ) Pteris
গ) Cycas ঘ) Sequoia
১৩। বীজ আবৃত অবস্থায় থাকলে সাইকাস উদ্ভিদের সঙ্গে বৈসাদৃশ্য দেখা যায়—
i. এন্ডোস্পার্ম
ii. নিষেক
iii. উদ্ভিদ স্পোরোফাইটিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৪। আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা—
ক) হ্যাপ্লয়েড খ) ট্রিপ্লয়েড
গ) ডিপ্লয়েড ঘ) টেট্রাপ্লয়েড
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
প্রাথমিক মেসোজোয়িক যুগের চিরসবুজ উদ্ভিদ, যাকে জীবন্তু জীবাশ্ম বলা হয়।
১৫। উদ্ভিদটির প্রধান দেহ কোন ধরনের?
ক) মাইক্রোফাইট খ) স্পোরোফাইট
গ) গ্যামেটোফাইট ঘ) থ্যালোফাইট
১৬। উদ্দীপক উদ্ভিদটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো—
i. উদ্ভিদ খাড়া শাখান্বিত
ii. কোরালয়েড মূল বিদ্যমান
iii. পাতা পক্ষল যৌগিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
চিত্রটি লক্ষ করো এবং ১৭-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৭। উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কোন গোত্রে পরিলক্ষিত হয়?
ক) সোলানেসি খ) মালভেসি
গ) পোয়াসি ঘ) ক্রুসিফেরি
১৮। উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য—
i. পুষ্পবিন্যাস স্পাইকলেট
ii. পরাগধানী বৃক্কাকার
iii. পাতা লিগিউলবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রেহেনা একটি ফুল পর্যবেক্ষণ করার সময় দেখতে পেল পাপড়িগুলো টুইস্টেড এবং পাপড়ির গোড়া পিচ্ছিল আঠালো পদার্থসমৃদ্ধ।
১৯। রেহেনার পর্যবেক্ষণকৃত ফুলটির গোত্রের নাম কী?
ক) Malvaceae খ) Cruciferae
গ) Poaceae
ঘ) Solanaceae
২০। রেহেনার পর্যবেক্ষণকৃত ফুলটির অমরাবিন্যাস—
ক) প্রান্তীয় খ) মূলীয়
গ) বহুপ্রান্তীয় ঘ) অক্ষীয়
চিত্রটি লক্ষ করো এবং ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
২১। উদ্দীপকের ফুলের—
i. বৃত্যাংশ ৫টি, যুক্ত
ii. পুংকেশর দললগ্ন
iii. অমরাবিন্যাস মুক্ত কেন্দ্রীয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ধান কোন প্রকৃতির ফল?
ক) ক্যাপসিউল খ) বেরি
গ) সাইজোকার্প ঘ) ক্যারিঅপসিস
২৩। ধানে শূন্য গ্লুম কয়টি?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৬
২৪। Malvaceae গোত্রের দলের পুষ্পপত্রবিন্যাস
কোন ধরনের?
ক) ওপেন খ) ভালভেট
গ) ইমব্রিকেট ঘ) টুইস্টেড
২৫। Hibiscus rosa-sinensis-এর
ফুল—
i. উভলিঙ্গ
ii. বহু প্রতিসম
iii. গর্ভকটি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ)
i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৬. বাংলাদেশে কত প্রজাতির আবৃতবীজী
উদ্ভিদ জন্মে থাকে?
ক) ০৫ খ) ৪৫৫
গ) ৩৬৮৬ ঘ) ৪০০০
২৭. নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক) বায়ু পরাগী খ) বহু বর্ষজীবি
গ) আর্কিগোনিয়া
সৃষ্টি হয় না ঘ)
দ্বিনিষেক ঘটে না
২৮. নিচের কোনটি Cycas উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
ক) স্পোরোফাইট খ) বায়ু পরাগী
গ) পাতায় ট্রান্সফিউশন
টিস্যু বিদ্যমান
ঘ) হোমোস্পোরিক
২৯. Cycas উদ্ভিদের বংশবৃদ্ধি সাধারণত কয় প্রকারে ঘটে
থাকে?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) ৪
৩০. নিচের কোন উদ্ভিদের কচিপাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়?
ক) Cycas circinalis খ) Cycas pectinalis
গ) Cycas revolute ঘ) Cycas pectinata
৩১. নিচের কোনটি আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক) স্পোরোফাইট খ) শস্য ট্রিপ্লয়েড
গ) আর্কিগোনিয়া
সৃষ্টি হওয়া উন্নত বৈশিষ্ট্য
ঘ) জাইলেম টিস্যুতে
প্রকৃত ভেসেলকোষ থাকে
৩২. নিচের কোনটি গুল্ম উদ্ভিদের উদাহরণ নয়?
ক) রঙন খ) জবা
গ) গোলাপ ঘ) আশশেওড়া
৩৩. নিচের কোন উদ্ভিদের পাতা সচূড়পক্ষল যৌগিক পত্র?
ক) বাদড় লাঠি খ) গোলাপ
গ) গন্ধরাজ ঘ) সজিনা
৩৪. নিচের কোনটি পাতার প্রধান অংশ?
ক) পিটিওল খ) বোটা
গ) সোসাইল ঘ) ল্যামিনা
৩৫. ভূ-নিম্নস্থ অতি
সংখিপ্ত রুপান্তরিত কান্ড হলো-
ক) রাইজোম খ) টিউবার
গ) বাল্ব
ঘ) ফাপা কান্ড
৩৬. নিচের কোনটি রাইজোমের উদাহরণ?
ক) আলু খ) আদা
গ) পেয়াজ ঘ) রসুন
৩৭. পুষ্পপুট এর প্রতিটি সদস্যকে
কি বলা হয়?
ক) পেটাল খ) টেপাল
গ) সেপাল ঘ) কার্পেল
৩৮. দলমন্ডলের প্রতিটি সদস্যকে কি বলা হয়?
ক) পেটাল
খ) টেপাল
গ) সেপাল ঘ) কার্পেল
৩৯. স্পাইক পুষ্পবিন্যাসের উদাহরণ নিচের কোনটি?
ক) ধান খ) গম
গ) ঘাস ঘ) রজনীগন্ধা
৪০. মুক্ত এস্টিভেশন এর উদাহরণ নিচের
কোনটি?
ক) গন্ধরাজের
বৃতি খ) জবা
ফুলের বৃতি
গ) জবা ফুলের
দলমন্ডল ঘ)
কালকাসুন্দা
৪১. নিচের কোনটি একলিঙ্গ পুষ্পের উদাহরণ?
ক) জবা খ) লাউ
গ) কলাবতী ঘ) শিম
৪২. নিচের কোনটি মুক্ত মধ্য অমরাবিন্যাসের উদাহরণ?
ক) শিম খ) জবা
গ) তুত
ঘ) ধান
৪৩. নিচের কোনটি অপ্রকৃত ফলের উদাহরণ?
ক) আম খ) জাম
গ) লিচু ঘ) আপেল
৪৪. নিচের কোনটি সাইজোকর্পের উদাহরণ?
ক) সরিষা খ) ধনে
গ) কাঠাল ঘ) আনারস
৪৫. নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক) মূল গুচ্ছমূল
খ) বীজপত্রী একটি
গ) বীজপত্রের
অবস্থান পার্শ্বীয়
ঘ) পুষ্প ট্রাইমেরাস
৪৬. বাংলাদেশে কত প্রজাতির বাশ
জন্মে থাকে?
ক) ১৭ খ) ৩৮
গ) ২৮
ঘ) ৪৮
৪৭. নিচের কোনটি থেকে কর্নফ্লেক্স তৈরি করা হয়?
ক) Saccharum officinarum
খ) Triticum aestivum
গ) Zea mays
ঘ) Hordeum vulgare
৪৮. পৃথিবীর কত % লোকের প্রধান খাদ্য ভাত?
ক) ৩০ খ) ৪০
গ) ৫০ ঘ) ৬০
৪৯. নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক) বীজপত্র দুটি
খ) পাতার
শিরাবিন্যাস সমান্তরাল
গ) পুষ্প পেন্টামেরাস
ঘ) মূল প্রধান
মূল
৫০. নিচের কোনটি মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়?
ক) উপপত্র মুক্ত
পার্শ্বীয়
খ) অমরাবিন্যাস অক্ষীয়
গ) পরাগরেণু বৃহৎ
ও কন্টকিত
ঘ) পরাগধানী
একপ্রকোষ্ঠী, এককোষী, বৃক্কাকার
৫১. কচি ঢেড়সে নিচের কোন উপাদান থাকে?
ক) Ca খ) K
গ) Fe ঘ) Mg
৫২. নিচের কোনটি অর্শরোগের একটি ভালো ঔষধ?
ক) ঢেড়স খ) জবা
গ) মেস্তাপাট ঘ) কার্পাস তুলা
৫৩. নিচের কোনটি বহুমূত্র রোগের উপকার করে থাকে?
ক) ঢেড়স
খ) জবা
গ) মেস্তাপাট ঘ) কার্পাস তুলা
৫৪. Delonix regia ফুলের পুষ্পপত্র বিন্যাস নিম্নরুপ --
ক) টুইস্টেড খ) ইম্ব্রিকেট
গ) ভালবেট ঘ) ভেক্সিলারি
৫৫. বহুপ্রান্তীয় অমরাবিন্যাস নিম্নের কোন উদ্ভিদে পাওয়া যায়?
ক) শিম খ) বেগুন
গ) সরিষা
ঘ) জবা
৫৬. পেয়ারার পুষ্পমুকুল বিন্যাস কিরুপ --
ক) টুইস্টেড খ) ইম্ব্রিকেট
গ) ভালবেট ঘ) কুইনকানসিয়াল
৫৭. জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি?
ক) কার্পাস খ) আকাশমণি
গ) রেডউড
ঘ) ইউক্যালিপ্টাস
৫৮. Cycas এর র্যাকিসের
কয় জোড়া পিনা থাকে?
ক) ২০-২৫ খ) ২৫-৫০
গ) ৫০-৭৫ ঘ) ৫০-১০০
৫৯. স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি গঠন করে?
ক) স্পোর খ) স্ট্রোবিলাস
গ) সোরাস
ঘ) মেগাস্পোর
৬০. Cycas এর কোরালয়েড মূলে
বাস করে কোনটি?
ক) Anabaena খ) Ulothrix
গ) Naviculla ঘ) Clostridium
৬১. আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা --
ক) হ্যাপ্লয়েড খ) ট্রিপ্লয়েড
গ) ডিপ্লয়েড ঘ) টেট্রাপ্লয়েড
৬২. আবৃতবীজী উদ্ভিদের ফুলের গর্ভকেশর কয়টি অংশ নিয়ে গঠিত?
ক) ১ খ) ২
গ) ৩
ঘ) ৪
৬৩. নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ?
ক) Wolfia microscopia
খ) Eucalyptus marginata
গ) Imperata cylandica
ঘ) Wolfia arrhiza
৬৪. পৃথিবীর সবচেয়ে উচু বৃক্ষটি কোন শ্রেণীর?
ক) আবৃতবীজী খ) নগ্নবীজী
গ) ছত্রাক ঘ) শৈবাল
৬৫. স্পাইকলেট পুষ্পপুটকে কি বলে?
ক) ল্যামা খ) প্যালিয়া
গ) গ্লুম ঘ) লডিকিউল
√
৬৬. ধানের পুষ্পপত্রবিন্যাস কোনটি?
ক) রেসিম খ) স্পাইক
গ) স্পাইকলেট
ঘ) ক্যাপিচুলাম
৬৭. নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়?
ক) মসে খ) ফার্নে
গ) জিমনোস্পার্মে
ঘ) এনজিওস্পার্মে
৬৮. নিচের কোনটি Poaccae গোত্রের উদ্ভিদ?
ক) Hibiscus rosasinensis
খ) Zea mays √
গ) Gossypium herbaceum
ঘ) Abelmoschus esculentus
৬৯. শীর্ষদেশীয় অমরাবিন্যাসের উদাহরণ কোনটি?
ক) লালপাতা খ) শাপলা
গ) জবা ঘ) সরিষা
৭০. মালভেসি গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের?
ক) ওপেন খ) ভালবেট
গ) ইম্ব্রিকেট ঘ) টুইস্টেড
৭১. টেক্সটাইল শিল্পের প্রধান কাচামাল কোনটি?
ক) মেস্তাপাট খ) তোষাপাট
গ) কেনাফ মেস্তাপাট ঘ) কার্পাস
৭২. রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে
ব্যবহৃত হয়?
ক) নল খাগড়া খ) লেবুঘাস
গ) জবা ফুল ঘ) দুর্বা
ঘাস
৭৩. কিসের কারনে নগ্নবীজী উদ্ভিদের ফল হয় না?
ক) বীজ নেই
বলে
খ) গর্ভাশয়
নেই বলে
গ) পরাগায়ন হয়
না বলে
ঘ) নিষেক ক্রিয়া
হয় না বলে
৭৪. নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
ক) এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
খ) দ্বি
নিষেক হয়
গ) ফল হয়
না
ঘ) ফ্লোয়েমে সঙ্গীকোষ
নেই
৭৫. মালভেসি গোত্রের উদাহরণ -
ক) মটরশুঁটি খ) তামাক
গ) জবা
ঘ) সরিষা
0 Comments
Thank you for your comment.