Ticker

6/recent/ticker-posts

Solution of ICT Gate ( আইসিটি গেট এর সমাধান )


১।

গ. উদ্দীপকের সার্কিটটির Output নির্দেশ পূর্বক Y এর মান বের কর।

ঘ. উদ্দীপক থেকে ২ নং গেটটি বাদ দিয়ে প্রাপ্ত সমীকরণ সরলীকরণ করে মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন কর।


২।

গ. ‍উদ্দীপকের ডিজাইনটির সত্যক সারণি লিখ।
ঘ. উদ্দীপকের ক ও খ অংশের রাশিমালা মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়নকর।

৩।  

গ. প্রমাণ কর যে, উদ্দীপকের লজিক বর্তনীটি সামগ্রিকভাবে একটি ন্যান্ড গেইট হিসেবে আচরণ করে।

ঘ. ৬নং গেইট এর স্থলে কোন গেইট প্রতিস্থাপন করলে বর্তনীটি সামগ্রিকভাবে একটি নর গেইট হিসেবে বাস্তবায়িত হবে- বিশ্লষেণপূর্বক সত্যতা যাচাই কর।


৪।

গ. চিত্র-১ এর লজিক সার্কিটটির আউটপুট সরলীকরণ কর।

ঘ. চিত্র-২ এর মত ফলাফল পেতে হলে চিত্র-১ এর কী ধরনের পরিবর্তন আনতে হবে বিশ্লেষণ কর।

৫।  

গ. উদ্দীপকে  F এর সরলীকৃত মান নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের F এর সরলীকৃত মান একজাতীয় গেট দিয়ে বাস্তবায়ন যোগ্য কিনা বিশ্লেষণ কর।

৬।

গ. X কে শুধু Nor  গেটের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও।

ঘ. ÒYÓ কে বুলিয়ান অ্যালজেবরার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে - বিশ্লেষণপূর্বক উক্তিটির সত্যতা যাচাই কর।


Post a Comment

0 Comments