Ticker

6/recent/ticker-posts

জান্নাতি ফুল কবিতা, আখতারুজ্জামান


জান্নাতি ফুল 
আখতারুজ্জামান
===============================
মহান আল্লাহর জমিনে ফোটেছে যেন
এক গুচ্ছ জান্নাতি কিছু ফুল,
সুগন্ধি ছড়িয়ে ধরে রেখেছে
মুসলিম জাতির কুল ।।


মনে নেই কোন অহংকার আর
লোভ লালসার ছোঁয়া ,
হৃদয় যেন হাউজে কাওসার
জমজম পানিতে ধোয়া ।।

আদব কায়দায় ধর্ম নীতিতে
জীবন যেন গাঁথা ,
মহান আল্লাহর রহমত শুধু
তাদের মাথার ছাতা ।।

তোমার ছেলেদের অনেক দিয়েও
ভরাতে পারছোনা মন
দশ জনে দেওয়া একটু খেয়ে
চলছে তাদের সুন্দরও জীবন ।।

এদের জন্য নেই কো বসার
কার্পেট চেয়ার দামি ,
পোশাক পরিচ্ছেদ নেই হয়তো
অনেক দামী নামী ।।

এতিম বলে সমাজে তাদের
নেই হয়তো কদর ,
মহান আল্লাহ জরিয়ে রেখেছে
দিয়ে রহমতের চাদর ।।।।

Paradise Flower 
Akhtaruzzaman

===============================

May Allah bless the land of Almighty Allah
Some flowers in a bunch of paradises,
The perfume has kept the spread
The cool of the Muslim nation.

Don't remember any pride anymore
Greed is the touch of lust,
The heart is like Kausar in the house
Wash in the water.

Religion in religion
Life is like an of,
The Grace of Almighty Allah only
The Umbrella of their head.

Even with a lot of your sons
Good night my all friends
Eating a little bit given to ten
Many many happy returns of the day.

There is no one to sit for them.
Carpet Chair expensive,
Don't have a dress paragraph maybe
Many many happy returns of the day.

Orphans called them into the society
There is no maybe appreciated,
Glory be to Allah
Happy birthday to you. ... .

slider

Post a Comment

0 Comments