****** অনুসন্ধান *******
==============================
মানবতা আজ তুমি কোথায়,
চেয়ে দেখ আঁখি দুটি মেলিয়া,
সততা আজ হচ্ছে বিলিন
বিবেক দেখছে অবাক চোখে চাহিয়া ।।
করছে না কেউ পরকালের
প্রস্তুতির জন্য কোন আয়োজন ,
রং মহলের রঙ্গিন নেশায়
ব্যাস্ত রেখেছে সবার মন ।।
নির্মম এই নিষ্ঠুর পৃথিবীতে
কে বা কার খবর রাখে ,
সার্থের প্রয়োজনে শুধু নিজের
পাওয়ার পথটির ছক আঁকে ।।
হতেও পারে তোমার পরিচিত জন
অভাবের তারোনায় পরে আছে ,
তোমার ঘরের পার্শে বসে
গুনছে মৃত্যুর সন্ধিক্ষণ ।।
হয়তো তোমার প্রয়োজনের অতিরিক্ত
আছে অনেক কিছু
তাতেই হয়তো বাঁচতে পারে
অভাবি অনেক পথ শিশু ।।
সবাই পেতে চায় শুধু
প্রয়োজনের চেয়েও অনেক বেশি,
তাই তো দিন দিন পাপও ছাপে
মলিন হচ্ছে, সত্যের হচ্ছে ফাঁসি।।
সার্থ্য আর লোভ লালসার মাঝে
বেরেছে মানুষে মানুষের ব্যাবধান ,
মানবতা আজ ক্ষত বিক্ষত
রাখতে পারেনি সমাজে কোন অবদান।
0 Comments
Thank you for your comment.