৩১ মে রবিবার বেলা ১১ টার পর প্রকাশ করা হবে, ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। এছাড়া মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হবে। গতবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তার আগের বছর ছাত্রের তুলনায় ১.৫৩% ছাত্রী বেশি পাস করেছিলো।
2019 সালে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান
রাজশাহী বোর্ডের পাশের হার ৯১.২০ ও জি পি এ ৫ পেয়েছে ২২২৯৫ জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডের পাশের হার ৯১.২০ ও জি পি এ ৫ পেয়েছে ২৯৬৮৭ জন শিক্ষার্থী। যশোর বোর্ডের পাশের হার ৯০.৮৮ ও জি পি এ ৫ পেয়েছে ৯৯৪৮ জন শিক্ষার্থী।কুমিল্লা বোর্ডের পাশের হার ৮৭.১৬ ও জি পি এ ৫ পেয়েছে ৮৭৬৪ জন শিক্ষার্থী।সিলেট বোর্ডের পাশের হার ত ৭০.৮৩ও জি পি এ ৫ পেয়েছে ২৭৫৭ জন শিক্ষার্থী।দিনাজপুর বোর্ডের পাশের হার ৮৪,১০ ও জি পি এ ৫ পেয়েছে ৯০২৩ জন শিক্ষার্থী।চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৭৮.১১ ও জি পি এ ৫ পেয়েছে ৭৩৯৩ জন শিক্ষার্থী।বরিশাল বোর্ডের পাশের হার ৭৭.৪১ ও জি পি এ ৫ পেয়েছে ৪১৮৯ জন শিক্ষার্থী।শুধুমাত্র এসএসসিতে আটটি বোর্ডে এ বছর পাশের হার ৮২ দশমিক ৮০ ।মাদ্রাসা বোর্ডের পাশের হার ৮৩.০৩ ও জি পি এ ৫ পেয়েছে ৬,২৮৭ জন শিক্ষার্থী। কারিগরি বোর্ডের পাশের হার ৭২.২৮ ও জি পি এ ৫ পেয়েছে ৪,৫৫১ জন শিক্ষার্থী।
এস এম এস এর মাধ্যমে রেজাল্ট পেতে নিচের নিয়ম অনুসরণ করন
SSC 2020 ফলাফল এর ফলাফল জানতে নিচের ধাপগুলো মেনে এস এম এস করুন
SSC <> Board name (First 3 Letter ) <> Roll <> Year
উদাহরণ: SSC Dha 123456 2020
উপরের নিয়ম অনুসরণ করে ম্যাসেজ লিখে পাঠিয়েদিন 16222 নম্বরে।ফলাফল প্রকাশের দিনে স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি আপনার ফোনের মাধ্যমে রেজাল্ট দেখুন।
অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের লেখার ওপর ক্লিক করুন:
SSC পরীক্ষার ফলাফল দেখুন
নিচের লিঙ্কে ক্লিক করুন➤➤
রেজাল্ট দেখুন➽
http://www.educationboardresults.gov.bd/
নিচের লিঙ্কে ক্লিক করুন➤➤
রেজাল্ট দেখুন➽
http://www.educationboardresults.gov.bd/
|
0 Comments
Thank you for your comment.