Ticker

6/recent/ticker-posts

Learn more about computer coding. ( কম্পিউটার কোডিং সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন )


post-list
Computer Coding
Chapter Three

(Lesson 4)

কম্পিউটার কোডিং

তৃতীয় অধ্যায়
( ৪র্থ পাঠ )




English version

Code:
Unique signals are created by converting each letter, number, or special symbol used in a computer system to the CPU individually by converting it to binary bits, that is, 0 or 1. This unique signal is called code.

Coding is required for data input. At the end of processing, the output is decoded again. In this method the code is again converted into letters, numbers or symbols.

বাংলা সংস্করণ

কোড( Code):

কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথক ভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ বা রুপান্তর করে বিভিন্ন ভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে
ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয় প্রসেসিং শেষে আবার আউটপুটকে ডিকোডিং করা হয়  পদ্ধতিতে কোডকে আবার বর্ণ, সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয়

English version

The code is divided into different ways based on usage.
Such as:
1. Octal Code
2. Hexadecimal Code
3. BCD Code
4. Alphanumeric Code
5. ASCII Code
6. EBCDIC Code
7. Uni Code
8. Morse Code
9. Gray Code
Currently ASCII code and Unicode are used more.

বাংলা সংস্করণ

ব্যবহারের ভিত্তিতে কোডকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়
যেমন:
. অক্টাল কোড( Octal Code )
. হেক্সাডেসিমেল কোড( Hexadecimal Code )
. বিসিডি কোড( BCD Code )
. আলফানিউমেরিক কোড( Alphanumeric Code )
. অ্যাসকি কোড( ASCII Code )
. ইবিসিডিআইসি কোড( EBCDIC Code )
. ইউনি কোড( Uni Code )
. মোর্স কোড( Morse Code )
. গ্রে কোড( Gray Code )

বর্তমানে অ্যাসকি কোড এবং ইউনিকোড বেশি ব্যবহৃত হয়

English version

1. Octal Code:
Octal code is a three-bit binary code, i.e. 3-bit binary code is called octal code. With the help of three-bit octal code, large binary numbers can be easily used as short signals. Octal code is used to connect digital computers and microprocessors.


For example: (48) 10 = (101110) 2 = (56) 8 = 101110 (octal code)

বাংলা সংস্করণ

. অক্টাল কোড( Octal Code )

অক্টাল কোড হলো তিনবিটের বাইনারি কোড অর্থাৎ বিট বিশিষ্ট বাইনারি কোডকে অক্টাল কোড বলে তিনবিটের অক্টাল কোডের সাহায্যে বড়ধরনের বাইনারি সংখ্যাকে সহজে সংক্ষিপ্ত সংকেত হিসেবে ব্যবহার করা যায়।ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহৃত হয়

যেমন: (৪৬)১০=(১০১১১০)=(৫৬)=১০১১১০অক্টাল কোড )

English version

2. Hexadecimal Code:

Hexadecimal code is a four-bit binary code, i.e. a 4-bit binary code is called a hexadecimal code. Hexadecimal code is used to connect digital computers and microprocessors.
Ex: (36) 10 = (25) 16 = 00100101 (hexadecimal code)

বাংলা সংস্করণ

. হেক্সাডেসিমেল কোড( Hexadecimal Code )

হেক্সাডেসিমেল কোড হলো চারবিটের বাইনারি কোড অর্থাৎ বিট বিশিষ্ট বাইনারি কোডকে হেক্সাডেসিমেল কোড বলা হয় ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসরের সাথে সংযোগের জন্য হেক্সাডেসিমেল কোড ব্যবহৃত হয়

যেমন: (৩৭)১০=(২৫)১৬ =০০১০০১০১হেক্সাডেসিমেল কোড )

English version

3. BCD Code:
BCE is the full form of the word - Binary Coded Decimal. The BCD code is used to express decimal numbers as binary numbers. Each of these ten digits from 0 to 9 requires 4 bit binary digits to indicate. 4 bits indicate 24 or 16 different states. To save the computer's BIOS history, on IBM's older supercomputers. BCD codes are used to save dates in various electronic display cords.

There are different types of BCD codes. Such as:
## BCD 8421 cod
## BCD 7421 cod
## BCD 5421 cod

## BCD 2421 cod

বাংলা সংস্করণ

. বিসিডি কোড( BCD Code )

BCE শব্দের পূর্ণরুপ- Binary Coded Decimal দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যাংয় প্রকাশের জন্য বিসিডিকোড ব্যবহৃত হয় থেকে এই দশটি অংকের প্রতিটিকে নির্দেশের জন্য বিট বাইনারি অঙ্কের প্রয়োজন টি বিট দ্বারা অর্থাৎ ১৬ টি বিভিন্ন অবস্থা নির্দেশ করাহয় কম্পিউটারের BIOS- এরতারিখ সংরক্ষণে, IBM- এর পুরানো সুপার কম্পিউটারে. বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে কোর্ডে তারিখ সংরক্ষণে BCD কোড ব্যবহৃত হয়

বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে যেমন:
##BCD 8421 cod
##BCD 7421 cod
##BCD 5421 cod
##BCD 2421 cod

English version

4. Alphanumeric Code:
The code used for letters, numbers, and various arithmetic symbols (+, -, ×, ÷) and some other special symbols (!, @, #,%, &, $) Is called alphanumeric code. Some popular alphanumeric codes are:

  • ASCII Code,
  • EBCDIC Code,
  • And Uni Cod

Such as: ASCII-7 is an alphanumeric code. 2or 128 symbols can be specified through this code. Similarly 28 or 256 symbols can be specified.

বাংলা সংস্করণ

. আলফানিউমেরিক কোড (Alphanumeric Cod )

বর্ণ, অঙ্ক, এবংবিভিন্ন গাণিতিক চিহ্ন সহ  ( +, -, ×, ÷ ) আরও কতগুলো বিশেষ চিহ্নের ( !, @, #, %, &, $ ) জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলেকতগুলো জনপ্রিয় অলফানিউমেরিক কোড হলো:
  • অ্যাসকি কোড  ( ASCII Code ),
  • ইবিসিডিআইসি কোড( EBCDIC Code ),
  • এবংইউনি কোড( Uni Cod )

যেমন: ASCII-7একটি আলফানিউমেরিক কোড কোডের মাধ্যমে বা ১২৮ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায় অনুরুপ ভাবে ৮ বা ২৫৬ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়

English version

5. ASCII Code:
The full meaning of ASCIO code is - American Standard Code for Information Interchange. This code is widely used in microcomputers. Also used to transfer alphanumeric information between computers and devices used for input / output such as keyboards, mice, monitors, printers, etc. The ASCII code was first invented by the ANSI (American Standard Code for Information Interchange) in 1973, and later in 1985, Robert William Beamer invented the 8-bit ASCII code.  27 or 128 symbols can be specified through this code. E.g .: Z = (01011010) ASCII
ASCII code 2 types. E.g. -

1 ASCII-7 and 2. ASCII-8

বাংলা সংস্করণ

. আসকি কোড( ASCII Code )

আসকিকোডের পূর্ণ অর্থ হচ্ছে- American Standard Code for Information Interchange মাইক্রো কম্পিউটারে  কোডের ব্যাপক প্রচলন আছে  এছাড়াও কম্পিউটার এবং ইনপুট/আউটপুট এর জন্য ব্যবহৃত যন্ত্র যেমন কীবোর্ড,  মাউস, মনিটর, প্রিন্টার, ইত্যাদির মধ্যে আলফানিউমেরিক তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয় সর্বপ্রথম ১৯৬৩ সালে ANSI ( American Standard Code for Information Interchange ) কর্তৃক আসকি কোড উদ্ভাবিত হয়,  পরবর্তীতে ১৯৬৫ সালে রবার্টউইলিয়াম বিমার বিটের আসকি কোড উদ্ভাবন করেন কোডের মাধ্যমে ৭ বা ১২৮ টি চিহ্নকে নির্দিষ্ট করা যায় যেমন: Z = ( 01011010 ) ASCII

অ্যাসকি কোড প্রকার যথা

ASCII-7 এবং . ASCII-8

English version
6. EBCDIC Code:
EBCDIC Code Full - Extended Binary Coded Decimal Information Code. This is an 8 bit code. This is called Extended EBCDIC Code. Ecode expresses 28, that is, 256 digits and special symbols. This code was first used by IBM on their 360 and 360 series computers.

বাংলা সংস্করণ

. ইবিসিডিআইসি কোড( EBCDICCode ) 

EBCDIC কোডের পূর্ণরুপ- Extended Binary Coded Decimal Information Code এটিএকটি ৮ বিটের কোড একে এক্সটেনডেন্ট EBCDIC Codeবলা হয় এইকোড দ্বারা  অর্থাৎ ২৫৬ টি অঙ্ক এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা হয় এই কোড IBM কোম্পানি তাদের ৩৬০ এবং ৩৭০ সিরিজের কম্পিউটারে প্রথম ব্যবহৃত করে

English version
7. Uni Code:

The big companies have created a standard called Unicode Ball to encode all the languages ​​of the world on computers. The full form of Unicode - Universal Code. Currently, Unicode system has been introduced along with the world-class Ask Code. Unicode 16 bit code. Unicode is used to express different types of characters and text. Unicode216 = 65536 unique symbols can be specified through Unicode. In 1991, a team of computer engineers from Apple Computer Corporation and Xerox Corporation jointly invented Unicode to make computing in their language easier for all speakers of the world.

বাংলা সংস্করণ

. ইউসি কোড( Uni Code )

বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে যাকে ইউনিকোড বল হয় ইউনিকোড এর পূর্ণরুপ- Universal Code বাসর্বজনীন কোড বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত আসকিকোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে ইউনিকোর্ড ১৬ বিট কোড বিভিন্ন ধরনের ক্যারেক্টার টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয় ইউনিকোডের মাধ্যমে ১৬ = ৬৫৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়পৃথিবীর সব ভাষা ভাষীর জন্য তাদের ভাষায় কম্পিউটিং করা সহজ করার লক্ষে ১৯৯১ সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং Xerox Corporation এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথ ভাবে ইউনিকোড উদ্ভাবন করেন

Post a Comment

0 Comments