##### বেহেশ্তের দরজা #####
আখতারুজ্জামান
===============================
কন্যা সন্তান হলে অনেকেই
মুখটি করেন ভার,
মহান আল্লাহর নিয়ামতে যেন
বিশ্বাস নাই তাহার ।।
কন্যা হলো সৃষ্টি কর্তার
অফুরন্ত ভালো বাসার দান,
বৃদ্ধ কালে বুঝতে পারবে
কন্যারই অবদান ।।
বৌ এর চাপে ছেলে তোমায়
দিতে পারে ঠেলে ,
স্বামীর চাপ সহ্য করে
কন্যাই রাখবে দ্বিলে ।।
কন্যা হয়তো হবেনা তোমার
দাপটের লাঠিয়াল ,
তোমার সকল বিপদ কালে
ধরবে দেখো জীবনেরই হাল।।
সন্তান মোদের যাই হোক
ভরসা রাখবো প্রভুর,
ভালো মন্দ তারই বিচার
নিয়তেই করি ছবুর ।।।
2 Comments
Hi
ReplyDeleteHi
ReplyDeleteThank you for your comment.