Ticker

6/recent/ticker-posts

ডাইনামিক ক্যারিয়ার | রাব্বিকুল ইসলাম শাকিল

 আমার ডাইনামিক ক্যারিয়ার | রাব্বিকুল ইসলাম শাকিল

আমার ডাইনামিক ক্যারিয়ার

রাব্বিকুল ইসলাম শাকিল

 

লক্ষ ছাত্রর বন্ধুসে

লক্ষ ছাত্রর প্রাণ।

সেযে আমার সৃজনশীল সেন্টার

ডাইনামিক তার নাম।

আজও মাথা উচুকরে আছে

নাটোর শহরের বুকে

ঐ মাহাসীন রোডের সাথে।

১৯ সালে শেষে যাত্রা করেছিল সবে,

জ্ঞানের আলো  জ্বেলে।

আজও নতুন চিন্তাধারা আর লক্ষছাত্রর,

স্বপ্ন নিয়ে  ব্যস্ত অবিরত।

তাইতো তুমি সকলের  কাছে ডাইনামিক

নামে এতো জনপ্রিয়।

তুমি তো ঐ পথভ্রষ্ট্য মানুষকে

দেখিয়েছিলে পথ।

তাইতো সবাই বলে,

সবার শীর্ষে রবে ডাইনামিকের নাম।

দেশ বিদেশে ছড়িয়ে আছে 

তোমার সুনাম।

আজও অবদি চলমান ,

বলবে সবাই ডাইনামিকের নাম।



My dynamic career

Rabbikul Islam Shakil


 In the company of millions of students

 The lives of millions of students.

That's my creative center

Dynamic is his name.

Even today the head is high

In the heart of the city of Natore

With Mahasin Road.

Barely sailed at the end of 19,

The light of knowledge shines.

Even today, new ideas and millions of students,

Continue busy with dreams.

That's why you are dynamic to everyone

The name is so popular.

You are that misguided man

Showed the way.

That's why everyone says,

Robe Dynamic's name is at the top of all.

The country is scattered abroad

Your reputation.

To this day,

Everyone will say the name of dynamic.

Post a Comment

1 Comments

Thank you for your comment.