Ticker

6/recent/ticker-posts

ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায়ের প্রযোজনিয় শর্ট প্রশ্ন

রসায়ন প্রথম পত্র প্রথম অধ্যায়ের গুরুত্ব পূর্ণ M.C.Q 

ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন ও উত্তর



১. বেদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে সুরক্ষার জন্য কোন গ্লভস ব্যবহার হয়?

(ক) ল্যাটেক্স                                                (খ) নিওপ্রিন

(গ) ডিটেক্স                                                  (ঘ) PVC

২, ল্যাবরেটরিতে শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি?

(ক) নিরাপদ চশমা                                       (খ) এ্যাপ্রোন

(গ) গ্লাভস                                                    (ঘ) মাস্ক

৩. ব্যুরেট ও পিপেট তৈরিতে কোন কাচ ব্যবহৃত হয়?

(ক) সিলিকা কাচ                                          (খ) পাইরেক্স কাচ

(গ) বোরোসিলিকেট কাচ                              (ঘ) ফ্লিন্ট কাচ

৪. কোনটি ক্রোমিক এসিড?

(ক) HClO4 +K2Cr2O7                                 (খ) H2SO3+ K2Cr2O7   

(গ) HClO3+ K2Cr2O7                                  (ঘ) H2SO4+ K2Cr2O7   

৫. কোনটি গ্লাসের ক্ষয় করে?

(ক) HI(aq)                                                   (খ) HBr (aq)

(গ) HCI (aq)                                                (ঘ) HF (aq)

৬. আর্দ্র কেলাস শুষ্ককরণে কোন কাঁচযন্ত্র ব্যবহৃত হয়?

(ক) পৃথকীকরণ ফানেল                               (খ) ফিউম হুড

(গ)ক্যালরিমিটার                                          (ঘ) ডেসিকেটর

৭. ব্যুরেট রিন্স করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয় কেন?

(ক) এর শক্তিশলী জারণ মান বিদ্যমান

(খ) এটি ক্ষয়কারক

(গ) এর শক্তিশালী বিজারণ ধর্ম বিদ্যমান

(ঘ) এর নিরুদন ধর্ম বিদ্যমান

৮. ক্রোমিক এসিডের সাহায্যে কাচপাত্র পরিষ্কার করার সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে?

(ক) বিজারণ                                                 (খ) প্রতিস্থাপন

(গ) প্রশমন                                                   (ঘ) জারণ

৯. কাচের যন্ত্রপাতিকে ইথানল দিয়ে ধৌত করতে হয় কারণ এর দ্বারা-

(ক) অণুজীব দ্রবীভূত হয়                              (খ)দাগ মুছে যায়

(গ) ময়লা পরিষ্কার হয়                                  (ঘ) কাচ স্বচ্ছ হয়

১০. ব্যুরেট পরষ্কার করতে কোন পরিষ্কারটি ব্যবহৃত হয়?

(ক) ক্রোমিক এসিড

(খ) সাবান

(গ) ডিটারজেন্ট

(ঘ) সোডিয়াম বাইকার্বোনেট

১১. সর্বোত্তম পরিষ্কারক হিসাবে ল্যাবরেটরীতে কোনটি ব্যবহৃত হয়?

(ক) ডিটারজেন্ট                                           (খ) সোডা

(গ) ক্রোমিক এসিড                                     (ঘ) সাবান

১২. নিচের কোনটি ল্যাবরেটরিতে যন্ত্রপাতি পরিষ্কারকরণে ব্যবহৃত হয়?

(ক) HCl+K2Cr2O7                                      (খ) H2SO+ K2Cr2O7   

(গ) H 2 CO3+ K2Cr2O7                              (ঘ) HNO3+ K2Cr2O7    

১৩.  পলবুঙ্গি ব্যালেন্সের মাঝখানে শূন্য দাগ, সর্বডানে ৫০, রাইডার ওজন ৫গ্রাম। রাইডার ধ্রুবকের মান কত গ্রাম?

(ক) ০.০০১                                                 (খ) ০.০০০২

(গ) ০.১                                                      (ঘ) ০.২

১৪. ৪-ডিজিট ব্যালেন্সের সূক্ষ্মতা কত?

(ক) ০.০১                                                   (খ) ০.০০১

(গ) ০.০০০১                                               (ঘ) ০.০০০০১

১৫. নিচের কোনটি ৪ ডিজিট ব্যালেন্সের মাপ?

(ক) ১.০২৪                                                (খ) ১০.২৪

(গ) ২২.১২০২                                            (ঘ) ২২১২.০২

১৬. পল-বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন কত পরিমাণ ভর নির্ভুলভাবে মাপা যায়?

(ক) ০.০০০১                                             (খ)০.০০০২

(গ) ০.০০১০                                             (ঘ) ০.০০২০

১৭. পল-বুঙ্গি ব্যালেন্সের জন্য নয় কোনটি?

(ক) Tare                                                   (খ) Pointer

(গ) Rider                                                 (ঘ) Agate Plate

১৮.  নিচের কোন সেটটি তরলের আয়তন পরিমাপের জন্য উপযুক্ত নহে?

(ক) পিপেট ও মিজারিং সিলিন্ডার

(খ) পিপেট ও ব্যুরেট

(গ) পিপেট ও বিকার

(ঘ) ওয়াশ বোতলও ফানেল

১৯. রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত ব্যুরেটের আয়তন পরিমাপের সূক্ষতা কত?

(ক) 0.05 ml                                             (খ)0.01ml

(গ) 0.1ml                                                (ঘ)1.0ml

২০ নিম্নেক্ত কোন যন্ত্র ব্যবহার করে অধিকতর সূক্ষভাবে স্বল্প আয়তন পরিমাপ করা সম্ভব?

(ক) মেজারিং সিলিন্ডার                             (খ) আয়তনমিতিক ফ্লাক্স

(গ) ব্যুরেট                                                (ঘ) কনিক্যাল ফ্লাক্স

২১.কোনটি আয়তনমাত্রিক বিশ্লেষণে ব্যবহৃত হয়?

(ক) বিকার                                               (খ) টেস্ট টিউব

(গ) পিপেট                                              (ঘ) ফানেল

২২. স্প্যাচুলা কোন কাজে ব্যবহৃত হয়?

(ক) ভর পরিমাপে                                   (খ) ঘনমাত্রা পরিমাপে

(গ) আয়তন পরিমাপে                             (ঘ) তাপমাত্রা পরিমাপে

২৩. দ্রবণের আয়তন সঠিকভাবে পরিমাপের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

(ক) পিপেট ও মেজারিং সিলিন্ডার

(খ) বুরেট ও পিপেট

(গ) বুরেট ও দাগকাটা বিকার

২৪. ব্যুরেটের পর পর দু’দাগের মধ্যে পার্থক্য থকে কত মি.লি?

(ক) ১.০                                                (খ) ০.১

(গ) ০.০১                                               (ঘ) ০.০০১

২৫. কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ?

(ক) Na2CO3                                         (খ) K2Cr2O7     

(গ) H 2 C 2O4                                        (ঘ) KMnO4     

২৬.প্রাইমারী স্ট্যান্ডার্ড দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

(ক) KMnO4                                         (খ) Na2CO3

(গ) H2SO4                                            (ঘ) CH3COOH

২৭. কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?

(ক) H2SO4                                           (খ) HCl

(গ) K2Cr2O7                                          (ঘ) KMnO4     

২৮. 10.5 mL KMnO4 সঠিকভাবে মাপতে কোনটির ব্যবহার উৎকৃষ্ট হবে?

(ক) আয়তনমিতিক ফ্লাক্স                     (খ) ব্যুরেট

(গ) কনিক্যাল ফ্লাস্ক                              (ঘ) পিপেট

২৯.কোনটি দ্রবণ স্থানান্তরণের জন্য অপরিহার্য?

(ক) টেস্টটিউব                                     (খ) টংস

(গ) ফানেল                                           (ঘ) বিকার

৩০. আয়তনিক ফ্লাক্স ব্যবহৃত হয়-

(ক) প্রমাণ দ্রবণ তৈরিতে                      (খ) মূল দ্রবণ তৈরিতে

(গ) গুণগত বিশ্লেষণে                           (ঘ) দ্রবণ সংরক্ষণে

৩১. রাসায়নিক পদার্থকে শুকনা রাখতে ব্যবহৃত হয়-

(ক) ডেসিকেটর                                                (খ) ক্যালরি মিটার

(গ) বুনসেন বার্নার                                (ঘ) ফিউম হুড

 

১(গ), ২(ঘ), ৩(খ), ৪(ঘ), ৫(ঘ), ৬(ঘ), ৭(ক), ৮(ঘ), ৯(ক), ১০(ক), ১১(গ), ১২(খ), ১৩(ক), ১৪(গ), ১৫(গ), ১৬(ক), ১৭(ক), ১৮(ঘ), ১৯(গ), ২০(গ), ২১(গ), ২২(ক), ২৩(খ), ২৪(খ), ২৫(ঘ), ২৬(খ), ২৭(গ), ২৮(খ), ২৯(গ), ৩০(ক), ৩১(ক)

 



grid-small

Post a Comment

0 Comments