দ্বিতীয় অধ্যায়
: কোষ বিভাজন
পরবর্তি সৃজনশীল প্রশ্নগুলো
পূর্ববর্তি ১-১১ পর্যন্ত সৃজনশীল দেখতে এই লেখার ওপর ক্লিক করুন👉
১২। নিচের চিত্রগুলো লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ (ঢাকা বোর্ড-২০১৫)
১৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
'A' কোষটি চারটি ক্রোমোসোমধারী যা বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে এবং প্রতিকোষে ক্রোমোসেম সংখ্যা ' A' এর সমান। 'B' কোষটি ' A' কোষের মতো ক্রোমোসোমধারী কিন্তু বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করে যার ক্রোমোসোম সংখ্যা 'B ' এর অর্ধেক।
(ক) মাইটোসিস কী? (খ) মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন? (গ) উদ্দীপকের 'A' ও 'B' কোষ দুটির বিভাজনের মধ্যে পার্থক্য লিখ। (ঘ) উদ্দীপকের 'B' কোষটি বিভাজনের ফলে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হল কেন ব্যাখ্যা কর।
১৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
A বিভাজনের মাধ্যমে উদ্ভিদের পাতা ও ফুল সৃষ্টি হয় এবং B বিভাজনের মাধ্যমে পরাগরেণু উৎপন্ন হয়। উদ্ভিদের জীবনে এই দুই ধরনের বিভাজনের গুরুত্ব অসীম।
(ক) মেটাকাইনেসিস কী? (খ) মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? (গ) উদ্দীপকের A বিভাজনের ৪র্থ ধাপটির বর্ণনা কর। (ঘ) A বিভাজন B বিভাজন হতে ভিন্ন-বিশ্লেষণ কর।
১৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
এক প্রকার কোষ বিভাজনের মাধ্যমে উচ্চ শ্রেণির জীবের জনন কোষ সৃষ্টি হয়। ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একটি মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। বংশ বৃদ্ধির এ কোষ বিভাজনের একটি দীর্ঘ ও জটিল পর্যায় রয়েছে।
(ক) কায়াজমা কী? (খ) কোন ধরনের কোষে মাইটোসিস বিভাজন হয়?
(গ) উদ্দীপকের শেষ উক্তির পর্যায়টির ২য় ও ৩য় উপধাপের চিত্রসহ বর্ণনা কর।
(ঘ) জীবজগতে উদ্দীপকের কোষ বিভাজন না হলে কী হতো -ব্যাখ্যা কর।
১৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
রহিম একজন শিক্ষক । কলেজ আসার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার হলে হাত, পা সহ শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসার পর তার ক্ষত স্থানগুলি পূরণ হয়ে পূর্ণ সুস্থ হয়ে উঠে।
(ক) সিন্যাপসিস কী?
(খ) মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
(গ) রহিমের শরীরের ক্ষত স্থান পূরণ হওয়ার ক্ষেত্রে যে কোষ বিভাজন রয়েছে তার ১ম পর্যায়ের চিত্রসহ বর্ণনা করো।
(ঘ) রহিমের শরীরের মতো উদ্ভিদের ক্ষেত্রেও ঝড়ের বা প্রাকৃতিক দূর্যোগে গাছের ক্ষত হতে পারে সেক্ষেত্রে গাছের উক্ত ক্ষত কীভাবে পূরণ হয় তা বর্ণনা করো।
১৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
মাইশা তার বাবার মত উচ্চতা ও মায়ের গায়ের রঙ পেয়েছে। অন্যদিকে তার ছোট ভাই বাবার মত গায়ের রং ও মায়ের মত চোখ পেয়েছে। আজ তার জীববিজ্ঞানের শিক্ষক বললেন, প্রকৃতকোষী জীবে দুধরনের কোষ বিভাজন হয়। ১ম প্রকারের বিভাজন দেহকোষে হয় এবং এতে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে। অন্যদিকে, মিয়োসিসে অপত্যকোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় এবং ক্রোমোসোমগুলোর মধ্যে অংশ বিনিময়ের ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়।
(ক) ক্রসিংওভার কাকে বলে? (খ) মাইটোসিস ও মিয়োসিস কোথায় ঘটে?
(গ) জীবদেহে ১ম প্রকার কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা কর।
(ঘ) মাইশা ও তার ভাইয়ের চেহারার মধ্যে ভিন্নতার কারণ চিত্রসহ বর্ণনা কর।
১৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
শিপন একজন কলেজ শিক্ষক। কলেজে আসার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার হলে হাত, পা সহ শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার পর তার ক্ষত স্থানগুলি পূরণ হয়ে পূর্ণ সুস্থ হয়ে উঠে।
(ক) ইন্টারকাইনেসিস কী? (খ) কোষচক্র বলতে কী বুঝ?
(গ) শিপনের শরীরের ক্ষত স্থান পূরণ হওয়ার ক্ষেত্রে যে কোষ বিভাজন রয়েছে তার ১ম পর্যায়ের চিত্রসহ বর্ণনা করো।
(ঘ) শিপনের শরীরের মতো উদ্ভিদের ক্ষেত্রেও ঝড়ের বা প্রাকৃতিক দূর্যোগে গাছের ক্ষত হতে পারে সেক্ষেত্রে গাছের উক্ত ক্ষত কীভাবে পূরণ হয় তা বর্ণনা করো।
১৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
(ক) ক্যারিওকাইনেসিস কী?
(গ) চিত্র A ও B-এর মধ্যে পার্থক্য দেখাও।
(ঘ) উদ্দীপকের কোন চিত্রটি মাইটোসিসের সাথে আলোচনা করা সম্ভব? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
২০। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
শিমু গত সপ্তাহে একটি পুঁইশাকের ডগা লাগিয়েছিল। পুঁইশাকের ডগাটি এক সপ্তাহে খুব দ্রুত বৃদ্ধি পেয়ে উপরের দিকে উঠেছে। গাছটির অন্যান্য অঙ্গ অপেক্ষা ডগাটি খুব দ্রুত বৃদ্ধি পেয়ে উপরের দিকে উঠেছে।
(ক) মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোসোমের মেরুমুখী চলন ঘটে?
(খ) জাইগোট কে প্রাণীর সূচনালগ্ন বলা হয় কেন?
(গ) শিমুর লাগানো গাছটির ডগায় উপস্থিত টিস্যুর বৈশিষ্ট্যগুলো লিখ।
(ঘ) গাছটির দ্রুতবর্ধনশীল অংশে যে কোষ বিভাজন সংঘটিত হয় তার গুরুত্ব বিশ্লেষণ কর।
২১। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
(গ) চিত্রে যে প্রক্রিয়া দেখানো হয়েছে তার ব্যাখ্যা দাও।
(ঘ) চিত্রের প্রক্রিয়াটি না ঘটলে জীবের কী ক্ষতি হতো?
২২। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
(গ) উদ্দীপকের A, B ও C-এর চিহ্নিত চিত্র অংকন কর।
(ঘ) উদ্দীপকের বিভাজন প্রক্রিয়াটি অস্বাভাবিকভাবে চললে মানবদেহে সমস্যা দেখা দিতে পারে বিশ্লেষণ কর।
২৩। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ-
(ক) ট্রাকশন তন্তু কী?
(গ) উদ্দীপকের প্রক্রিয়া খ অনুসারে বাইভ্যালেন্ট ও কায়াজমা যুক্ত পর্যায়ের চিহ্নিত চিত্র দাও।
(ঘ) উদ্দীপকের ২টি প্রক্রিয়াই প্রকৃতকোষী জীবের জীবনচক্রে সমান গুরুত্ব বহন করে- বিশ্লেষণ কর।
২৪। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) সমীকরণিক বিভাজন কী?
(গ) উদ্দীপকের চিত্র- B তে সংঘটিত কার্যাবলী ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র-A ও চিত্র-B এর মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা কর।
২৫। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) সাইটোকইনেসিস কাকে বলে?(খ) মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন?
(গ) চিত্রের ধাপ অনুযায়ী ক্রোমোজোমের আকৃতির পরিবর্তন ঘটে ব্যাখ্যা কর।
(ঘ) চিত্রের ধাপের পরবর্তী ধাপে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কোষ বিভাজনের সমাপ্তি ঘটে যুক্তি দেখাও।
২৬। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(গ) উদ্দীপকের বৃত্তমধ্যস্থ অঙ্গের রাসায়নিক গঠন লিখ।
(ঘ) উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর।
২৭। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(গ) উদ্দীপকে চিত্রিত প্রক্রিয়াটির কৌশল ব্যাখ্যা কর।
(ঘ) একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও পৃথিবীর ৭শত কোটি মানুষ একে অন্য থেকে ভিন্ন হওয়ার পিছনে প্রক্রিয়াটির ভূমিকা বিশ্লেষণ কর।
২৮। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) কোষচক্র কি?
(গ) চিত্র A-তে কী ঘটে তাহা লিখ।
(ঘ) চিত্র A-টি যে কোষ বিভাজনের অন্তর্ভুক্ত তার গুরুত্ব গুলো ব্যাখ্যা কর।
২৯। নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলির উত্তর দাওঃ
(ক) ক্রোমাটিড কী?
(গ) "X" এর ক্রিয়াকলাপ বর্ণনা করো। ৩
(ঘ) জীবের জন্য "U" অংশের গুরুত্ব বিশ্লেষণ করো। ৪
feat-big
0 Comments
Thank you for your comment.