মহাজন
রাব্বিকুল ইসলাম শাকিল
আমার বলতে পৃথিবীতে নেই কিছু।
সবই ঐ মহাজনের
আমার ঘর আমার নয়
আমার জায়গা আমার নয়।
দিন শেষে সবকিছু হয়ে যায় মহাজনের
তবে কেন আমার আমার বলে চিৎকার
এতো অহংকার।
কেন এত খুন খারাপি রক্তপাত।
আজ কেন ভায়ের বিরুদ্ধে ভাই
মাঠের বিরুদ্ধে মাঠ
নেতার বিরুদ্ধে নেতা।
কেউ ভাবেনি ওই মহাজনের কথা।
শুধু আমার আমার বলে ব্যাস্ত
মাতার জনতা।
আমার শুধুই কয়েকগজ সাদা থান কাঁপড়।
আমি বহমান স্রোতো ধারায় সামান্য
সময় মাত্র।
আমি ট্রেনের টিকিট ধারী অপেক্ষামান যাত্রী কেবল।
আমি জনস্রোতে হারিয়ে যাওয়া নিখোঁজ
সংবাদ মাত্র।
আমি গোরস্তানের সাড়ে তিন হাত মাটি
শ্বশান ঘাটের নিভু নিভু আগুনের উড়ন্ত ছাই।
অথচ আমার বলতে কিছু নেই
দিন শেষে সবকিছু হয়ে যায়
মহাজনের ।
আতর মাখা দেহ সেও কোনোদিন
আমার ছিলনা।
আমার কেবলি কিছু ছায়া
কেবলি কিছু মায়া
আর পুরনো কিছু বস্তা বন্দি স্মৃতির জঞ্জাল।
বাকি যা কিছু আছে সব
আমার মহাজনের ।
0 Comments
Thank you for your comment.