বৃদ্ধাশ্রম
রাব্বিকুল ইসলাম শাকিল
আজও ওই বৃদ্ধাশ্রমে
আছে কত বাবা মা।
তারা কখনো ভাবেনি
থাকতে হবে ঐ বিদ্ধাশ্রমে।
ছেলে-মেয়েকে করেছিল
কষ্ট করে মানুষ।
ফ্যাশানের মাঝে তারা
হয়েগেছে অমানুষ।
আজও ন্যায়-অন্যায়
বুঝেনি তারা।
বুঝেছিলো অর্থ আর শর্ত।
বুঝেনি বাবা-মায়ের মূল্য
বুঝেও বুঝলো না এই ধরণীর মাঝে।
বুঝবে ঠিকই কাল হাসরের মাঠে।
তুমি কি জান?
আজও তোমার বাবা মা
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ঐ বিদ্ধাশ্রমে
জানি শুনতে পাবেনা ঠিক,
বিবেকের কান পেতে শুনো
শুনেতে পাবে ঠিকই ।
আজও অর্থ আর শর্তের মাঝে থেকে
ভুলে গেছো অতীতের সব কথা তুমি।
তুমি কি পারবে তোমার মায়ের
দশমাস দশদিনের একটি মিনিট ফিরিয়ে দিতে?
তুমি কি পারবে তোমার বাবার পরিশ্রমের
এক ফোঁটা ঘামের দাম দিনে?
জানি পারবে না,
তবে কেন তাঁদের প্রতি
এমন অবহেলা।
তুমি হয়তো ঐ মনবাজারে
তোমার বিবেক আর মনসত্ত্বকে
চড়া দামে বিক্রি করে দিয়ে,
সমাজের সভ্য মানুষ সেজেছো।
মনে রেখো একদিন সেই
সমাজো তোমায় বেশিদিন গ্রহণ করবে না।
হয়তো বিপাকে পড়বে সেদিন।
আাবার ঘুরে যাবে ঐ মন বাজারের পথে
সেদিন পাবেনা রেহায়
ঐ ডাকাত দলের কাছে।
সব রেখে যেতে হবে ঐ
মহাজনের কাছে।
হিসাব নিকাশ নিয়ে হবে
তোমার সাথে ভেজাল।
করতে পারবে না
সেদিন কোনো ক্যাচাল।
এখনো সময় আছে ফিরিয়ে আনো
তোমার বাবা-মা কে।
ঐ বিদ্ধাশ্রম থেকে।
দিপ্ত মশাল জ্বেলে।
0 Comments
Thank you for your comment.