এই ছবিটি আমাদের ডাইনামিক ক্যারিয়ারের গ্রাফিক্স ব্যাচ -001 এর একজন ছাত্র তৈরি করেছে।
ছাত্রটির নাম মোঃ রবিউজ্জামান পান্না । ছাত্রটি এবারে এস- এসসি পরীক্ষা দেবে। করনার এই লম্বা ছুটিতে সে তার মূল্যবান সময় নষ্ট না করে আলাদা কিছু শিখতে চেয়েছিলো ।তার এই আগ্রহকে তার বাবা-মা মুল্যায়ন করে তার আগ্রহের কারণে তাকে ডাইনাকিম ক্যারিয়ারের গ্রাফিক্স কোর্সে ভর্তি করেন ।
আজ তার আগ্রহ ও চেষ্টার অল্পকিছু প্রমাণ পাওয়া যাচ্ছে এই ছবিতে। আমরা সকলে তার উজ্জ্বল ভবিৎশতের জন্য দোয়া করি। সে যেন অনেক বড় কিছু করতে পারে। সে এখন গ্রাফিক্সের প্রাথমিক অবস্থায় আছে। তার এখন ফটোশপ এর ক্লাস চলছে। তবে তার আগ্রহ তাকে সফলতা দান করবে।
আগ্রহ মানুষকে অনেক উঁচু স্থানে আরোহণ করায়। কোনো কাজ করার আগে আমাদের জানা দরকার, যে কাজটি আমরা করতে চলেছি সেটি করতে আমাদের আগ্রহ আছে কি ?
কারণ সফলতার মূল হলো আগ্রহ। এখানে আগ্রহ বলতে কাজটিকে ভালো বাসা। আমরা যে কাজ করিনা কেন সে কাজটি যদি ভালো বেসে করি তাহলে তাতে অবশ্যই সফলতা মিলবে।
যদি কাজে আগ্রহ না আসে সে কাজ করাটা বৃথা। কারণ সে কাজে কখনো সফলতা আসবে না। যদিও সে কাজ যুগ যুগ করি তবুও সফলতা মিলবে না।
তাই আমাদের উচিত আমরা যে কাজকে ভালো বাসি সে কাজই করা। কারণ তাতে খুব তাড়াতাড়ি সফলতা মিলবে। বাকিটা আল্লাহ্ ভরসা।
ইংরেজিতে:
This image was created by a student of Graphics Batch-001 of our dynamic career. The student's name is Md. Rabiuzzaman Panna. The student will take the S-SC exam this time. During this long vacation in Karna, he wanted to learn something different without wasting his precious time. His parents evaluated his interest and enrolled him in the graphics course of his career.
Today, some evidence of his interest and efforts can be found in this film. We all pray for her bright future. He can do a lot of big things. He is now in the early stages of graphics. He is now taking Photoshop classes. But his interest will give him success.
Interest makes people climb very high places. Before doing anything we need to know, are we interested in doing what we are going to do?
Because the key to success is interest. The interest here is a good home for work. If we do what we do not do well, then it will be a success.
Because the key to success is interest. The interest here is a good home for work. If we do what we do not do well, then it will be a success.
If he is not interested in work, it is useless to work. Because he will never succeed in his work. Even if I do that work for ages, success will not match.
So we should do the work that we are good at. Because it will be a success very soon. The rest is God's trust.
slide-posts
0 Comments
Thank you for your comment.