Ticker

6/recent/ticker-posts

গ্রামিণ দৃশ্য | Village view



দশম শ্রেণীর ছাত্র রবিউজ্জ্বামান পান্নার আঁকা ছবি।

পূর্বের পোস্টে নিশ্চই আপনারা দেখেছেন রবিউজ্জ্বামান পান্না নামের একজন ছাত্র একটি ছবি একেছিলো। আজ তার আর একটি ছাবি প্রবাশ করা হলো। 

এবার সে একটি নদীমার্তিক এলাকার চিত্র একেছে। তার কাজগুলোতে আমরা মুগ্ধ। তার কাজ দেখে আপনারা বুঝতেই পারছেন সে কাজটিকে কত ভালো বাসে। 

জীবণে বড় হতে হলে গুরুত্বপূর্ণ হলো পরিশ্রম করা। পরিশ্রম ছারা কোনো জাতিই বড় হতে পারে না। কোনো জাতিকে যদি বড় হতে হয় তাহলে তাকে অবশ্যই কঠর পরিশ্রম করতে হবে। স্বল্প সময় পরিশ্রম করে সফলতার আসা করা নেহাত বোকামি। পরিশ্রম করতে হবে সফলতার দিকে তাকিয়ে নয়। নিজেকে পরিশ্রমি করার জন্য পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা আপনা আপনি এসে ধরাদিবে।

Drawing by Rabiuzzaman Panna, a 10th class student.

As you may have seen in the previous post, a student named Rabiuzzaman Panna drew a picture. Today another picture of him was inserted.
This time he painted a picture of a riverine area. We are fascinated by his works. Seeing his work, you can understand how good his work is.

The key to success in life is to work hard. No nation can grow without hard work. If a nation is to grow, it must work hard. It is foolish to come to success by working hard for a short time. You have to work hard, not look for success. You have to work hard to make yourself work. Then success will come to you automatically.

slide-posts

Post a Comment

0 Comments