ভালো প্রসেসর কোনটি? ভালো প্রসেসর চেনার উপায়।
কম্পিউটার প্রসেসর i3, i5, i7:
সাধারন ভোক্তা বাজারে ইনটেল প্রসেসরকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে। ইনটেল কোর i3, ইনটেল কোর i5, এবং ইনটেল কোর i7। এখানে ইনটেল কোর i3 যে প্রসেসরটি আছে তা প্রাথমিক একটি প্রসেসর। এর নিজের যে প্রসেসর গুলো আছে যেমন: পেন্টিয়াম বা সেলেরন, এই প্রসেসর গুলো সম্পর্কে জানতে নিচে ক্লিক করুন।
যাই হোক, এখন ইনটেল কোর i3 প্রসেসর এর কথা যদি আপনাকে বলি তাহলে, আপনি একটি Dual Core প্রসেসর পাবেন। সেটা আপনি ল্যাপটপ এর জন্য কিনুন কিংবা ডেক্সটপ এর জন্য। এতে আপনি Hyperthreading সক্রিয় পাবেন। এর ফলে আপনি আপনার ল্যাপটপ বা ডেক্সটপ এ যে Operating System ব্যবহার করবেন সেই Operating System আপনার i3 প্রসেসরটিকে Hyperthreading সক্রিয় থাকায় Quad Core হিসেবে ব্যবহার করবে। এবং আপনি ভালো কর্মক্ষমতা উপভোগ করতে পারবেন। তাছাড়াও আপনি বাজারে ইনটেল কোর i3 প্রসেসর এর আবার অনেক মডেল দেখতে পাবেন। যেমনঃ ৪১৩০, ৪২২০ ইত্যাদি।
এর মানে প্রসেসর এর যে ফ্রিকোয়েন্সি থাকে, মনে করুন ২.১ অথবা ২.৩ অথবা ২.৯, এই ফ্রিকোয়েন্সি এর পরিবর্তন মডেল গুলোর পরিবর্তন এর সাথে ঘটে থাকে। প্রসেসর এর মডেল, ফ্রিকোয়েন্সি ছাড়াও আরেকটি অংশ থাকে সেই অংশটিকে আমরা বলে থাকি ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরির পরিমান একেবারেই ছোট হয়ে থাকে। কোনো প্রসেসর এর ক্যাশ মেমোরির ৩ এমবি হয় আবার কোনো প্রসেসর এর ক্যাশ মেমোরির ৬ এমবি হয়।
ক্যাশ মেমোরি (Cache Memory) কি? প্রধান মেমোরি কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান মেমোরি অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমোরি বলে। ক্যাশ মেমোরি প্রধান মেমোরি অপেক্ষা দ্রুত গতিতে কাজ করতে পারে। সিপিইউ যে গতিতে করতে পারে প্রধান মেমোরি সেই গতিতে কাজ করতে পারে না।
ল্যাপটপ এর সাথে যে ইনটেল কোর i5 প্রসেসর পাওয়া যায় সেটি হয় Dual Core এবং যে প্রসেসরটি ডেক্সটপ এর সাথে পাওয়া যায় সেটি হলো Quad Core। যদি ডেক্সটপ এর কথা বলি তবে এর মধ্যে Hyperthreading সক্রিয় থাকে না, কিন্তু ল্যাপটপ এ Hyperthreading সক্রিয় থাকে। অর্থাৎ আপনার ২ কোর এর প্রসেসরটিকে ল্যাপটপ এর Operating System ৪ কোর হিসেবে দেখতে ও ব্যবহার করতে পারবে। এখন এই যে প্রসেসর এটি ইনটেল কোর i3 থেকে ভালো, এতে আপনি বেশি ক্যাশ মেমোরি পাবেন এবং এর স্পীড ও বেশি হবে এবং এর যে কর্মক্ষমতা সেটিও ইনটেল কোর i3 প্রসেসর থেকে বেশি পাবেন।
ইনটেল কোর i7 প্রসেসরটি হলো বাজারের ভোক্তাগনদের জন্য সর্ব শ্রেষ্ঠ প্রসেসর। এটি তিন ভাবে পাওয়া যায়। সাধারন ল্যাপটপ এ Dual Core থাকে, উন্নত মানের ল্যাপটপ গুলোতে যেমন, ম্যাকবুক বা এলিয়েন ওয়্যার সিরিজের ল্যাপটপ গুলোতে Quad-Core থাকে এবং ডেক্সটপ গুলোতে Quad-Core বা Octa-Core থাকে। এই প্রসেসর এ Hyperthreading সক্রিয় থাকে। যাতে করে Operating System দিগুন কোর দেখতে পায়। এবং সে হিসেবে কাজ করে। ইনটেল কোর i7 প্রসেসর এ সর্বাধিক ক্যাশ মেমোরির দেখতে পাওয়া যায়। আপনি ৮ এম্বি পর্যন্ত ক্যাশ মেমোরির পেতে পারেন। আগেই বলেছি যে ক্যাশ মেমোরির যত বেশি, ততোই ভালো।
Computer processors i3, i5, i7:
In the general consumer market, Intel processors are divided into three categories. Intel Core i3, Intel Core i5, and Intel Core i7. The Intel Core i3 processor here is a primary processor. It has its processors such as Pentium or Celeron, click below to know about these processors.
Anyway, now if I tell you about the Intel Core i3 processor, you will get a Dual-Core processor. Whether you buy it for a laptop or a desktop. This will enable Hyperthreading. As a result, the operating system that you use on your laptop or desktop will use your i3 processor as Quad Core with Hyperthreading enabled. And you will be able to enjoy better performance. Moreover, you will see many models of Intel Core i3 processors in the market again. Such as 4130, 4220, etc.
This means that the frequency of the processor, say 2.1 or 2.3 or 2.9, this frequency changes with the change of models. In the model of the processor, in addition to the frequency, there is another part that we call cache memory. The amount of this cache memory is very small. The cache memory of a processor is 3 MB and the cache memory of a processor is 6 MB.
What is Cache Memory? Cache memory is a special type of memory placed between the processor and the main memory to increase the speed of the main memory work. Cache memory can work faster than main memory. The main memory cannot work at the speed that the CPU can do.
The Intel Core i5 processor that comes with the laptop is Dual Core and the processor that comes with the desktop is the Quad Core. Speaking of desktops, Hyperthreading is not active in it, but Hyperthreading is active in laptops. That means you will be able to see and use your 2 core processor as the laptop's Operating System 4 core. Now that this processor is better than the Intel Core i3, you will get more cache memory and it will have more speed and its performance will also get more than the Intel Core i3 processor.
The Intel Core i7 processor is the best processor for consumers in the market. It is available in three ways. Ordinary laptops have dual-core, high-quality laptops such as MacBook or Alien Wire series laptops have quad-core and desktops have quad-core or octa-core. Hyperthreading is enabled in this processor. So that the operating system can see the double core. And he acts as. Most of the cache memory is found in Intel Core i7 processors. You can get up to 8 MB of cache memory. As I said before, the more cache memory, the better.
0 Comments
Thank you for your comment.