Ticker

6/recent/ticker-posts

History, process, and types of the computer making | কম্পিউটার তৈরির ইতিহাস, প্রক্রিয়া ও প্রকারভেদ

History, process, and types of the computer making

কম্পিউটার তৈরির ইতিহাস, প্রক্রিয়া ও প্রকারভেদ


History, process, and types of the computer making | কম্পিউটার তৈরির ইতিহাস, প্রক্রিয়া ও প্রকারভেদ

The word computer comes from the Greek word "compute". The word compute means to calculate. And the word computer means calculating device. But computers are no longer just calculators. A computer is a device that receives information and analyzes and presents it through various processes. At the root of the development of civilization and its rapid progress at present is the strong influence of mathematics and computers.


কম্পিউটার (Computer) শব্দটি গ্রিক "কম্পিউট" (compute)শব্দ থেকে এসেছে। Compute শব্দের অর্থ হিসাব বা গণনা করা। আর কম্পিউটার (Computer) শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটারের প্রবল প্রভাব। 


Computer Research:

 The history of computer making is very long. Lots of research and scientists have worked tirelessly to create it. The technology we are using today has not come easily. One time I had to go to them to communicate with Karo. But today, sitting at home, communication is going to be done far and wide in an instant. Since the invention of the computer, the world has been constantly evolving.


কম্পিউটার নিয়ে গবেষণাঃ

 কম্পিউটার তৈরির ইতিহাস অনেক বড়। এটি তৈরিতে প্রচুর গবেষণা ও বিজ্ঞানিদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। আজ আমরা যে প্রযুক্তি গুলো ব্যবহার করছি তা সহজে আসেনি। এক সময় করো সাথে যোগাযোগ করতে হলে তাদের কাছে যেতে হতো । কিন্তু আজ ঘরে বসেই দূর দূরান্তে নিমিষেই যোগাযোগ করা যাচ্ছে। কম্পিউটার আবিষ্কারের পর থেকে পৃথীবি প্রতিনিয়োতো উন্নত থেকে উন্নতর হচ্ছে।


In ancient times, people used oysters, pebbles, rope knots, etc. to denote numbers. Although later calculations used a variety of techniques and instruments, an ancient computing device called the Abacus is considered to be the first instrument in computer history. It was discovered in Babylon in 2400 BC. A calculator that changes the position of the cocoon arranged in an abacus frame. Abacus was made in 450/500 BC in Egypt or China as a calculating instrument.


 প্রাচীন কালে মানুষ একসময় সংখ্যা বুঝানোর জন্য ঝিনুক, নুড়ি, দড়ির গিট ইত্যাদি ব্যবহার করত। পরবর্তীতে গণনার কাজে বিভিন্ন কৌশল ও যন্ত্র ব্যবহার করে থাকলেও অ্যাবাকাস (Abacus) নামক একটি প্রাচীন গণনা যন্ত্রকেই কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়। এটি আবিষ্কৃত হয় খ্রিষ্টপূর্ব ২৪০০ সালে ব্যাবিলনে। অ্যাবাকাস ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গননা করার যন্ত্র। খ্রিস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে মিশরে বা চীনে গননা যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি হয়।


In 1817, John Napier, a Scottish mathematician, used prints or cuts or bars in his calculations. These bars are known as the bones of John Napier. In 1842, Blaise Pascal, a 19-year-old French scientist, invented the first mechanical calculator. He introduced the method of addition and subtraction with the help of toothed wheels or gears. The German mathematician Gottfried von Leibniz of 181 developed a more sophisticated mechanical calculator capable of multiplication and division using wheels and rods based on Pascal's instrument. He named the device Rechoning Machine. Later, in 1820, Thomas de Komer refined the Reconning instrument and popularized the Leibniz instrument.


১৬১৬ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার গণনার কাজে ছাপা বা দাগ কাটাকাটি অথবা দন্ড ব্যবহার করেন। এসব দন্ড জন নেপিয়ার (John Napier) এর অস্থি নামে পরিচিত। ১৬৪২ সালে ১৯ বছর বয়স্ক ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। তিনি দাঁতযুক্ত চাকা বা গিয়ারের সাহায্যে যোগ বিয়োগ করার পদ্ধতি চালু করেন। ১৬৭১ সালের জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দন্ড ব্যবহার করে গুণ ও ভাগের ক্ষমতাসম্পন্ন আরো উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। তিনি যন্ত্রটির নাম দেন রিকোনিং যন্ত্র (Rechoning Mechine)। পরে ১৮২০ সালে টমাস ডি কোমার রিকোনিং যন্ত্রের পরিমার্জন করে লিবনিজের যন্ত্রকে জনপ্রিয় করে তোলেন।


Charles Babbage was the first to explicitly promote the idea of ​​building and using a modern instrument in the early nineteenth century (which could only do mechanical, that is, mathematical calculations without any kind of intelligence).

That is why Charles Babbage is called the father of modern computers. He named it Difference Engine. While working on this difference engine (in 1833) he came up with the idea of ​​a more advanced and universal device called the Analytical Engine. But he could not finish any work due to a lack of necessary equipment and money.


The first computer came to Bangladesh in 1984.



উনিশ শতকের শুরুর দিকে আধুনিক একটি যন্ত্রের নির্মাণ ও ব্যবহারের ধারণা (যা কেবলমাত্র যান্ত্রিকভাবে, মানে যেকোনও রকম বুদ্ধিমত্তা ব্যতিরেকে, গাণিতিক হিসাব করতে পারে) প্রথম সোচ্চার ভাবে প্রচার করেন চার্লস ব্যাবেজ।

এজন্য আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তিনি এটির নাম দেন ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine)। এই ডিফারেন্স ইঞ্জিন নিয়ে কাজ করার সময় (১৮৩৩ সালে) তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও উন্নত ও সর্বজনীন একটি যন্ত্রে ধারনা লাভ করেন। কিন্তু প্রয়োজনীয় যন্ত্র ও অর্থের অভাবে কোনোটির কাজই তিনি শেষ করতে পারেননি।


বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে।


Types of computers:

It can be divided into three parts based on the structure and circulation principles of the computer.

1. Analog computer

2. Digital computer

3. Hybrid computer


কম্পিউটারের প্রকারভেদঃ

কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির ভিত্তিতে একে তিন ভাগে ভাগ করা যায়।

  1. অ্যানালগ কম্পিউটার
  2. ডিজিটাল কম্পিউটার
  3. হাইব্রিড কম্পিউটার

Digital computers can be further divided into four categories based on size, capability, price, and importance of use.

1. Microcomputer

2. Mini computer

3. Mainframe computer

4. Supercomputer


আকার, সামর্থ্য, দাম ও ব্যবহারের গুরুত্বের ভিত্তিতে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায়।

  1. মাইক্রোকম্পিউটার
  2. মিনি কম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. সুপার কম্পিউটার

Microcomputers can be divided into two parts.

1. Desktop

2. Laptop


মাইক্রো কম্পিউটারগুলোকে ২ ভাগে ভাগ করা যায়।

  1. ডেস্কটপ
  2. ল্যাপটপ

Modern computers consist of five parts:

1. Memory

2. Mathematical logical part

3. Control part

4. Input part

5. Output part


 আধুনিক কম্পিউটার মূলত পাচটি অংশ নিয়ে গঠিত

  1. মেমোরি
  2. গাণিতিক যুক্তিক অংশ
  3. নিয়ন্ত্রণ অংশ
  4. ইনপুট অংশ
  5. আউটপুট অংশ


feat-list

Post a Comment

0 Comments