Ticker

6/recent/ticker-posts

রসায়নের ( প্রথম পত্র ) দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল সাজেশন

১.    


(ক) পোলারায়ন এর সংজ্ঞা দাও।

(খ) ‘25 তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা 36’ – ব্যাখ্যা করো।

(গ)A- পাত্রে RNO3 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো।

(ঘ)  C- পাত্রে কোনো অধঃক্ষেপ পড়বে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

2.    

(ক) হুন্ডের নিয়ম লিখ।

(খ) সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?

(গ) উদ্দীপকের বিকারক ব্যবহার করে ১ম ও ২য় দ্রবণে থাকা আয়নদ্বয় কীরূপে সনাক্ত করবে, তা সংশ্লিষ্ট সমীকরণসহ লিখ।

(ঘ) উদ্দীপকের ২য় দ্রবণে বিকারক যোগ করে প্রাপ্ত অধঃক্ষেপটির দ্রাব্যতা নির্ণয়ের পদ্ধতি বিশ্লেষণ কর।

৩.    

(ক) হাইড্রোজেন বন্ধন কাকে বলে?

(খ) পানির ডাইপোলের কারণ ব্যাখ্যা করো।

(গ) ১নং দ্রবণের ক্যাটায়নের সনাক্তকরণ পরীক্ষা সমীকরণসহ লিখ।

(ঘ) ১নং ও ২নং দ্রবণ একত্রে মিশ্রিত করলে  YF2 এর অধঃক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।[YF2 এর দ্রাব্যতা গুণফল  4*10^-17]

৪.    

(ক) আইসোটোন কী?

(খ) ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভ্স ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

(গ) A পাত্রে Ca2+ এর পরিমাণ নির্ণয় করো।

(ঘ) A ও B পাত্রের মিশ্রিত দ্রবণের প্রকৃতি দ্রাব্যতার ভিত্তিতে গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

৫.        

Ksp=1.7*10^-5              X ও Y সমযোজী বন্ধনে আবদ্ধ কার্বনঘটিত যৌগ। এদের স্ফুটনাঙ্ক 80 ও 125

(ক) পলির বর্জন নীতি লিখ।

(খ) 3f অরবিটাল সম্ভব নয় কেন?

(গ) দ্রবণে MN2 এর পরিমাণ মোল এককে নির্ণয় করো।

(ঘ)A দ্রবণ হতে ‘MN2’ এবং B দ্রবণ হতে ‘X’ পৃথকীকরণ পদ্ধতির তুলনা করো।

৬.    


B এর ইলেক্ট্রন বিন্যাস ns2 ns5 । B মৌলের ইলেক্ট্রন আসক্তি একই শ্রেণিতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি। CB এর Ksp=1.8*10^-10 

(ক) ক্রোমাটোগ্রাফি কী?

(খ) জিঙ্ক রঙিন যৌগ গঠন করে না কেন?

(গ) দ্রবণে B আয়নটি কিভাবে শনাক্ত করবে?

(ঘ) AB ও CD মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ উৎপন্ন হবে কিনা – ব্যাখ্যা ‍করো।

৭.    

(ক) এন্টি-অক্সিডেন্ট কি?

(খ) সক্রিয়ন শক্তি বিক্রিয়ার হারকে প্রভাবিত করে- ব্যাখ্যা কর।

(গ) l ও m এর মানের ভিত্তিতে Z শেলের মোট ইলেকট্রন হিসেবে করে দেখাও।

(ঘ) উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরের ফলে সৃষ্ট  তরঙ্গ তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন অঞ্চলে পাওয়া যায় তা গাণিতিকভাবে মূল্যায়ন কর।

৮.    

Zn(OH)2 এর দ্রাব্যতা গুণফল, Ksp=1*10^-17

(ক) দ্রবণতাপ কি?

(খ) OF6 গঠিত হয়না কেন?

(গ) উদ্দীপকের আলোকে Zn(OH)2  এর  দ্রাব্যতা হিসাব কর।

(ঘ) পাত্র-১ এবং পাত্র-২ এর দ্রবণ দুটির একত্রে মিশ্রিত করলে কোনো অধঃক্ষেপ সৃষ্টির সম্ভাবনা আছে কিনা বিশ্লেষণ কর।

৯.    

(ক) ভরক্রিয়ার সূত্রটি লেখ।

(খ) বিশুদ্ধ পানির PH এর মান 7-  ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের সর্বশেষ শক্তিস্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় কর।

(ঘ) উদ্দীপকের ইলেকট্রনটি B- শেলে ধাপান্তরিত হলে নির্গত রশ্মির বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১০.    


(i) MN2- এর দ্রাব্যতা  0.0002 mol L-1

(ii) MY2 -এর Ksp=1.85*10^-8 দ্রাব্যতা 0.0002 mol L-1

(ক) সিগমা বন্ধন কী?

(খ) Al2O3 একটি উভধর্মী অক্সাইড- ব্যাখ্যা কর।

(গ) A- পাত্রের লবণটি দ্রাব্যতা গুণফল নির্ণয় কর।

(ঘ) C- পাত্রের MY2 এর অধঃক্ষেপ পড়বে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১১.    

(ক) অরবিটাল কি?

(খ) কলয়েডের সুস্থিতির কারণ কি?

(গ) উদ্দীপক I এর বহিস্থ স্তরের l ও m এর মান হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় কর।

(ঘ) উদ্দীপক I ও II এর পরমাণু মডেলদ্বয়ের তুলনা কর।

১২.    

(ক) PH কী?

(খ) NH3 একটি লিগ্যান্ড কেন? ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপক মডেলটির সর্ববহিস্থ শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব কর।

(ঘ) মডেলটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য হলে ইলেক্ট্রনটির ধাপান্তরের সময় নির্গত শক্তি নির্ণয় করে এর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।

grid-small


Post a Comment

0 Comments