DNA এর ভৌত গঠন, রাসায়নিক গঠন ও কাজ



DNA সংঙ্গা: 

সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক এসিড তাকে DNA বলে।

DNA ভৌত গঠন নিম্নরূপঃ

১| DNA অনু দ্বিসুত্রক, বিন্যাস ঘুরানো সিড়ির মত, যাকে বলা হয় ডাবল হেলিক্স।
২| সুত্রদুটি বিপরীত মুখী হয়ে (৫’→৩’ এবং ৩’→৫’) সমদুরত্বে পাশাপাশি অবস্থান করে।
৩|সিড়ির দুই দিকের রেলিং তৈরী হয় ডিঅক্সিরাইবোজ স্যুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক (alternative) সংযুক্তির মাধ্যমে।
৪| দুই দিকের দুটি রেলিংয়ের মাঝখানের প্রতিটি ধাপ তৈরী হয় একজোড়া নাইট্রোজেন বেস দিয়ে। DNA অনুর অ্যাডিনিন(A) এর সাথে থাইমিন(T), গুয়ানিন(G) এর সাথে সাইটোসিন (C) যুক্ত হয়। এরা পরস্পর সম্পুরক।
৫| এক দিকের অ্যাডিনিন(A) এর সাথে অপরদিকের থাইমিন(T) দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে (A=T বা T=A)। এবং এক দিকের গুয়ানিন(G) এর সাথে অপরদিকের সাইটোসিন (C) দুইটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে (G///C বা C///G)।
৬| ক্ষারকগুলো (A,T,G,C) ১নং কার্বনের সাথে যুক্ত থাকে।
৭| ডাবল হেলিক্সের প্রতিটি ঘুর্নন বা প্যাচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। একজোড়া (পাশাপাশি অবস্থিত) মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য ৩.৪’A। কাজেই ডাবল হেলিক্সের প্রতিটি প্যাচ বা ঘুর্ননের দুরত্ব ৩৪’A (১০X ৩.৪’A)।
৮| ডাবল হেলিক্সের ব্যাস ২০’A; সিড়ির একধাপ থেকে অন্য ধাপের দুরত্ব ৩.৪’A.
৯| প্রতিটি পুর্ণাঙ্গ প্যাঁচে মোট ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে।
১০| হেলিক্সের প্রতিটি ঘুর্নন বা প্যাঁচে একটি গভীর ও একটি অগভীর খাঁজ বা ভাঁজের সৃষ্টি হয়।

ডিএনএ-এর রাসায়নিক গঠন
ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলো হলো -

১। পাঁচ কার্বনবিশিষ্ট ডিঅক্সিরাইবোজ স্যুগার (কার্বনের ২নং স্থানে অক্রিজেন অনুপস্থিত বিধায় ডিঅক্সি বলা হয়),
২। ফসফোরিক অ্যাসিড
৩। নাইট্রোজেনঘটিত ক্ষারক (অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন)।

ডিএনএ-এর কাজঃ

১। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
২। বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে।
৩। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে।
৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় অধঃস্তন প্রজন্মে স্থানান্তর
৫। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজ কর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
৬। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে।
৭। ডিএনএ এবং তার হেলিক্সের কোন অংশে গোলোযোগ দেখা দিলে তা মেরামত করে নিতে সক্ষম।
৮। ডি এন এ এর সাহায্যেই কোষ বিভাজনের সময় এক নির্ভুল প্রতিলিপি সৃষ্টি হয়।
৯। ডি এন এ বংশগতির সমস্ত জৈবিক সংকেত বহন করার ক্ষমতা রাখে।
১০। ডি এন এ কোষের জন্য নির্দিষ্ট ধরনের প্রোটিন সংশ্লেষ করে।


feat-big