Ticker

6/recent/ticker-posts

Top 30 Quotes On তাপগতিবিদ্যা সৃজনশীল

Top 30 Quotes On তাপগতিবিদ্যা সৃজনশীল

প্রশ্ন-১। [ ঢাকা বোর্ড -২০১৯]

তাপ পরিবাহী অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত  সিলিন্ডারে  চাপে  তাপমাত্রায় 1 mol হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। (হিলিয়ামের ক্ষেত্রে y = 1.67 এবং  )

() তাপ গতিবিদ্যার ১ম সূত্রটি বিবৃত কর।

() সমোষ্ণ প্রক্রিয়ায়  কেন? ব্যাখ্যা কর।

() অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় কর।

() সিলিন্ডারদ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি? যাচাই কর।

প্রশ্ন-২। | রাজশাহী বোর্ড-২০১৯ |

দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দু'জন শিক্ষার্থী, সুজন শৈলী একটি আদর্শ গ্যাসকে 27°C তাপমাত্রা 300 cm পারদ চাপে যথাক্রমে সমোষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। গ্যাসটি দ্বিপরমাণুক।

() পানির ত্রৈধবিন্দু কাকে বলে?

()  লেখচিত্রে রুদ্ধতাপীয় রেখাকে সম-এনট্রপি রেখা বলা হয় কেন?

() শৈলী কর্তৃক সংঘটিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে?

() উদ্দীপকের আলোকে সুজন শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করবে? গ্যানিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।


প্রশ্ন-৩।। কুমিল্লা বোর্ড-২০১৯

একজন শিক্ষার্থী লিখন 84 kJ তাপ সরবরাহ করে 30°C তাপমাত্রার 5 kg পানিকে উত্তপ্ত করলো। অপর শিক্ষার্থী নিয়ন তাপ সরবরাহ করে 100°C তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। পানির আপেক্ষিক তাপ 4200 Jkg K এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ

() সমোষ্ণ প্রক্রিয়া কাকে বলে?

() পৃথিবীর তড়িৎ বিভব শূন্য ধরা হয় কেন? ব্যাখ্যা কর।

() লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল? নির্ণয় কর।

() উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশবান্ধব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।


প্রশ্ন- ৪[রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড-২০১৮ ]

একটি প্রত্যাগামী ইঞ্জিন গৃহীত তাপের  অংশ কাজে পরিণত করে। এর তাপগ্রাহকের তাপমাত্রা 54K কমালে দক্ষতা দ্বিগুণ হয়। উৎসে ব্যবহৃত পদার্থের ভর m একক আপেক্ষিক তাপ S একক।

() অন্তঃস্থ শক্তি কাকে বলে?

() ইঞ্জিনের কর্মদক্ষতা রেফ্রিজারেটরের কার্যসম্পাদক গুণাংকের মধ্যে পার্থক্য নিরূপণ কর।

() এর তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় কর।


প্রশ্ন নং-৫। [রাজশাহী বোর্ড-২০১৭]

পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 Pa স্থির চাপে ধীরে ধীরে 600 J তাপশক্তি সরবরাহ করায় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হল 900 J

() তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কী?

() বুদ্ধ তাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কেন?

() গ্যাসের আয়তনের পরিবর্তন নির্ণয় কর।

() উদ্দীপক অনুসারে শক্তির সংরক্ষণশীল নীতিটি লঙ্ঘিত হয় না।"- গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এর সত্যতা যাচাই কর


Post a Comment

0 Comments