Ticker

6/recent/ticker-posts

ঈদের কবিতা। ঈদ হিন্দু-মুসলিম সকলের জন্য ঈদ মানে আনন্দ। তারি প্রমান ঈদ নিয়ে কবিতা লিখলেন অধ্যাপক গোপাল কুমার দাস





ঈদ সকলের জন্য শান্তি বয়ে নিয়ে আসে। হোক সে মুসলিম, হোক সে হিন্দু কিংবা খ্রিষ্ঠান। সকলে মিলে গাই এই ঈদেরি গান। 


ঈদ শুধু মুসলিমদেরই যে আনন্দ দেয় তা নয়। হিন্দু, খ্রিষ্ঠান, বৌদ্ধ সকল জাতীর জন্য ঈদ  আনন্দ বয়ে নিয়ে আসে। আসলে এদিনে বোঝা যায় যে আমরা সকলে আগে মানুষ তার পর ধর্ম। আমরা জন্মের পর থেকে সকলেই একসাথে বড় হয়। তখন কেউ যানিনা যে কে কোন ধর্মের। শুধু যানি তারা সবাই আমার ভাই। কিন্তু যখন বড় হয় তখন সমজ- পরিবেশ আমাদের শিক্ষা দেয় যে বিভিন্ন জাতীর কথা। আমরাও তখন ভুলে যায়, যে ভাইদের সাথে বড় হয়েছি তাদের কথা। যদের সাথে ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি তাদের কথা আমরা ভুলে যায়। আসলে তখন আমরা যে মানুষ এ কথাটাই ভুলে যায়। একবার আমাদের ভেবে দেখা দরকার যে ভাই-দের সাথে বড় হলাম, যে ভাই-দের সাথে দেখা না হলে এক সময় থাকতে পারতাম না আজ তাদের থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে কেন?

আমাদের সকলকে আগে মানুষ হতে হবে। ধর্ম বা জাতীর জন্য আমাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে।

slider

Post a Comment

0 Comments