Ticker

6/recent/ticker-posts

Apply for admission in class XI। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করুন


Admission process has started in class XI. Apply for admission in class XI
একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করুন

Application form can be updated / submitted online from 11:00 am on 19 June 2020.

১৯ জুন ২০২০ তারিখ সকাল ১১:০০ ঘটিকা থেকে online – আবেদনপত্র update/দাখিল করা যাবে। 

রেজাল্ট দেখুন ➨
মার্কশিট দেখুন➨

Students who have not previously been selected for admission in any educational institution - they can update their application (add / subtract new college) without paying any fee. Those who have not previously applied for admission or have not been confirmed for admission even after being selected for admission - they can apply by depositing the application fee of Rs. 150 (via Teletalk / Rocket / Surecash) and those who have already submitted the application fee but have not applied, Be able to apply.

Admission of all the students who have passed the SSC examination on 31/5/2020 in class XI has started. Everyone can fill the form online from home. The following rules have to be followed to fill up the admission form.

According to the source, if the application is accepted from June 6, then the last step will continue till July 24. It is being considered to start class XI from August 16. The first stage admission application may be processed from 6 to 16 June.

Verification, selection, objection and settlement activities may continue from 23 to 26 June. The results of the first phase may be released on July 5. However, those who change the results of the SSC examination in the re-examination may be given an opportunity to apply in the first step.

The second phase of the application can start on July 14 and continue till July 16. The results of this step may be released after 8 pm on the same day. The third phase application may start on July 22 and continue till July 24. The results of this step may be released after 8 pm on July 24.

Professor Harun R Rashid, college inspector of the Dhaka Board of Education, told AllResultBD on Tuesday, "If we can publish the results this month, the online admission process for class XI will be completed from June 8 to July 24."


যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk / Rocket / Surecash এর মাধ্যমে) জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা আবেদন করতে পারবে।

31/5/2020 সালে এস এসসি পরীক্ষায় উত্তির্ণ সকল ছাত্র-ছাত্রিদের  একাদশ শ্রেনীতে ভর্তির কাজ শুরু হয়েছে। সকলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবে। ভর্তি ফর্ম পূরণের জন্য নিম্ন  লিখিত নিয়ম অনুসরণ করতে হবে।

সূত্রে যানা যায়, যদি ৬ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয় তাহলে শেষ ধাপে ২৪ জুলাই পর্যন্ত  চলবে এ কর্যক্রম। ১৬ আগস্ট থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার চিন্তভাবনা করা হচ্ছে। এতে প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ৬ থেকে ১৬ জুন পর্যন্ত প্রহণ করা হতে পারে।

২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলতে পারে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। তবে পুনঃনিরীক্ষায় এস এসসি পরীক্ষার ফল পরিবর্তনকারীদের প্রথম ধাপে আবেদন করার সুযোগ দেয়া হতে পারে।

দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই  শুরু হয়ে চলতে পারে ১৭ জুলাই পর্যন্ত। একই দিন রাত ৮ টার পর এ ধাপের ফল প্রকাশ করা হতে পারে। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলতে পারে ২৪ জুলাই পর্যন্ত। ২৪ জুলাই রাত ৮ টার পর এ ধাপের ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন আর রশিদ মঙ্গলবার অলরেজাল্টবিডি কে বলেন,’  যদি চলতি মাসে ফল প্রকাশ করতে পারি তাহলে ৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য নিচে দেওয়া নিয়ম গুলি অনুসরণ করুন।




Follow the rules below better

আরো ভাল করে নিচের নিয়ম গুলি অনুসরণ করুন

The rules for making money are given below. The bill has to be passed following the following rules. The rules for payment are:

টাকা পরিষধ করার নিয়মা বলি নিচে দেওয়া হল। নিম্নক্ত নিয়ম অনুসরণ করে বিল পরিষধ করতে হবে। টাকা প্রদানের নিয়ম হলঃ


Post a Comment

0 Comments