Ticker

6/recent/ticker-posts

জীব বিজ্ঞান (১ম পত্র) দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন সেলের বোর্ডে আসা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা M.C.Q


জীব বিজ্ঞান (১ম পত্র) দশম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন সেলের বোর্ডে আসা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা M.C.Q

পূর্ব বর্তি M.C.Q এর জন্য নিচের ক্লিক করুন

১থেকে ৫০ পর্যন্ত M.C.Q দেখুন

৫১. নিচের কোনটিতে সায়ান ও স্টক ব্যবহৃত হয়?

(ক) শাখা কলম                                    (খ) দাবা কলম

(গ) গুঁটি কলম                                     (ঘ) জোড়া কলম

উত্তরঃ  (ঘ)

৫২. কোনটিতে সাইয়ন ব্যবহৃত হয়?

(ক) শাখা কলম                                    (খ) দাবা কলম

(গ) জোড়া কলম                                  (ঘ) গুটি কলম

উত্তরঃ (গ)

৫৩. পারথেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে?

(ক) শিম                                               (খ) পিপি

(গ) লেবু                                               (ঘ) সরিষা

উত্তরঃ (গ)

৫৪. নিষেক ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে?

(ক) অ্যাগামোস্পার্কি                            (খ) পার্থেনোজেনেসিস

(গ) অ্যাপোস্পেরি                                 (ঘ) অ্যাপোগ্যামি

উত্তরঃ (খ) পার্থেনোজেনেসিস

৫৫. নিচের কোনটি  হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এর উদাহরণ?

(ক) Solanum nigrum

(খ) Solaum melongena

(গ) Parthenium argentatum

(ঘ) Taraxacum albidum

উত্তরঃ (ক)

৫৬. কোনটি ডিপ্লয়েড পার্থোনোজেনেসিস এর উদাহরণ?

(ক) Allium odorum

(খ) Solanum nigrum

(গ) Parthenium argentatum

(ঘ) Hieracium excellens

উত্তরঃ (গ)

৫৭. নিষেকক্রিয়া ছাড়া কর্মক্ষম বীজ উৎপাদন প্রক্রিয়াকে যেটি বলা হয়-

(ক) অ্যাগ্যামোস্পর্মি                                         (খ) অ্যাপোগ্যামি

(গ) অ্যাপোস্পোরি                                            (ঘ) অ্যাপোস্পর্মি

উত্তরঃ (ক)

৫৮. পরাগবিসরণের আগে ফুলের পুংকেশর অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

(ক) ক্রসিং                                                        (খ) ব্যাগিং

(গ) লেবেলিং                                                    (ঘ) ইমাস্কুলেশন

উত্তরঃ (ঘ)

৫৯. ইমাস্কুলেশনের কারণ কি?

(ক) উচ্চ ফলনশীল জাত সৃষ্টি                           (খ) পরাগরেণুর সংখ্যা কমানো

(গ) অভিযোজন ক্ষমতা বৃদ্ধি                            (ঘ) স্ব-পরাগায়ন রোধ

উত্তরঃ (ঘ)


৬০. কোনটি রোধ করার জন্য পুষ্পে ইমাস্কুলেশন প্রয়োজন হয়?

(ক) পর-পরাগায়ন                                            (খ) উন্মুক্ত পরাগায়ন

(গ) স্ব-পরাগায়ন                                               (ঘ) স্ব- এবং পর- পরাগায়ন

উত্তরঃ (গ)

৬১. মূল দ্বারা জনন কাজ সম্পন্ন করে-

(i)ডালিয়া

(ii)পাথরকুচি

(iii)পটল

(ক) i ও ii              (খ) i ও iii                 (গ) ii ও iii                   (ঘ) i, ii ও iii

উত্তরঃ (খ)

৬২. অ্যাপোস্পোরী প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদ হবে-

(i)ডিপ্লয়েড

(ii)মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন

(iii)অনুর্বর

(ক) i ও ii               (খ) i ও iii            (গ) ii ও iii                  (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ক)

৬৩. ফসল উদ্ভিদের সংকরায়নের উদ্দেশ্য হলো-

(i)অধিক ফলন

(ii)গুণগত মান সংরক্ষণ

(iii)রোগ প্রতিরোধী জাত সৃষ্টি

(ক) i ও ii                     (খ) i ও iii                   (গ) ii ও iii                     (ঘ) i, ii ও iii

উত্তরঃ (ঘ)

 #উদ্দীপকটি পড় এবং ৬৪ ও ৬৫ নং প্রশ্নের উত্তর দাও:

সংকরায়নে প্যারেন্ট নির্বাচন----   কৃত্রিম স্বপরাগায়ন   --------     P     --------  F1 বংশধর

৬৪. উদ্দীপকে P ধাপে কোনটি ঘটে?

(ক) ক্রসিং                                                        (খ) লেবেলিং

(গ) ইমাস্কুলেশন                                                (ঘ) ব্যাগিং

উত্তরঃ (গ)

৬৫. উদ্দীপকের প্রক্রিয়াটি থেকে কোনটি পাওয়া যায়?

(ক) উচ্চ ফলনশীল জাত                                  (খ) মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ

(গ)GM ফসল                                                   (ঘ) হ্যাপ্লয়েড লাইন

উত্তরঃ (ক)

 # নিচের উদ্দীপকটি পড় এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও।

M একটি বিশেষ  জনন পদ্ধতি যাতে বিষেক ছাড়াই ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। N

 অপর একটি জনন যার দেহাংশের মাধ্যমে কাঙ্কিত জাত তৈরি করা যায়।

৬৬. M কোন ধরনের জনন?

(ক) যৌন                                              (খ) অ্যাপোগ্যামী

(গ) অপুংজনি                                      (ঘ) অ্যাপোস্পেরি

উত্তরঃ (ঘ)

৬৭.  N এর কাঙ্খিত জাত তৈরির পদ্ধতিকে কি বলে?

(ক) শাখা কলম                                     (খ) দাবা কলম

(গ) গুটি কলম                                     (ঘ) জোড় কলম

উত্তরঃ (ঘ)






feat-big

Post a Comment

1 Comments

Thank you for your comment.