নষ্ট কম্পিউটার ঠিক করার উপায়
কম্পিটারের কিছু জটিল সমস্যাঃ
১. ডিসস্প্লেতে কোনো সিগন্যাল আসে না।
২. ঘন ঘন হ্যাং করে।
৩. চলতে চলতে বন্ধ হয়ে যায়।
৪. বন্ধ হয়ে যাওয়ার পর আর অন হচ্ছেনা।
৫. বার বার বন্ধহয়ে আবার একাই অন হয়।
৬. অনেক ভারি হয়ে যায়।
৭. ডিসস্প্লে বার বার অন অফ হয়।
Some complex computer problems:
1. There is no signal on the display.
2. Hangs frequently.
3. It stops moving.
4. No more turning on after shutting down.
5. Repeatedly closed and again on alone.
. It becomes very heavy.
. The display is repeatedly turned on and off.
এই সমস্যাগুলি কয়েকটি কারনে হয়ে থাকে । নিচে সমস্যাগুলির কারণ নিয়ে আলোচনা করা হলো।
১. সমস্যাগুলি হওয়ার প্রথম কারণ হতে পারে পিসিটির ভেতরে অনেক ধূলা বালি জমেছে। অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি।
২. অনেকদিন পড়ে থাকলে এই সমস্যাগুলি হতে পারে।
৩. র্যামে ধূলাবলি জমার কারণে সমস্যাগুলি হতে পারে।
৪.পরিষ্কারের সময় র্যাম নোড়ে গেলে সমস্যাগুলি হতে পারে।
৫. হার্ডডিক্স নোড়েযাওয়ার কারনে এই সমস্যা গুলি হতে পারে।
৬. প্রসেসরে সমস্যা হলে এমন ধরনের সমস্যা দেখা দেয়।
৭. উইন্ডোজ পড়ে গেলেও এই ধরনের সমস্যার সম্মুখিন হতে পারেন।
The causes of these problems are:
These problems are caused by several reasons. The causes of the problems are discussed below.
1. The first reason for the problems may be that a lot of dust and sand has accumulated inside the PCT. Hasn't been cleaned in a long time.
2. These problems can occur if left for a long time.
3. Problems can be caused by dust accumulation in the radium.
4. Problems can occur if the RAM is shaken during cleaning.
5. This problem can be caused by hard disks moving.
6. This type of problem occurs when there is a problem with the processor.
7. Windows can fall into this kind of problem.
এবার আলোচনা করবো এই সমস্যা গুলি সমাধান করার উপায় নিয়েঃ
প্রথম ধাপে করণীয়ঃ
সমস্যাগুলি দেখা দিলে আমাদের প্রাথমিক কাজ হলো, পিসিটা খুলে ভেতরের ধূলাবালি পরিষ্কার করা।কারণ ধূলাবালির কাণে কম্পিউটারের ভেতরের ইলেকট্রন চলাচলে সমস্যা হতে পারে। এজন্য এই সমস্যাগুলি দেখাতে পারে। তাই সমস্যাগুলি দেখাদিলে আমাদের প্রাথমিক কাজ হলো পিসিটার ভেতরের ধূলাগুলি ভালো করে পরিষ্কার করা।
তাবে খেয়াল রাখতে হবে
যেন পরিষ্কার করতে গিয়ে হার্ডওয়ারের কোনো পার্টস নষ্ট বা ভেঙ্গে না যায়। র্যাম ও হার্ডডিক্স যেন না নোড়ে যায়। পাওয়ার সাপ্লায়ের কোনো তার যেন না ছিরে যায়। ভেতরের কুলিং ফ্যানের পাখাগুলির যেন কোনো ক্ষতি না হয়।
Now we will discuss how to solve this problem
Things to do in the first step:
If there are problems, our primary task is to open the PC and clean the dust inside, because the dust can cause problems with the movement of electrons inside the computer. This is why it can show problems. So when problems arise, our primary task is to thoroughly clean the dust inside the PC.
However, care must be taken
So that no part of the hardware is damaged or broken while cleaning. RAM and hard disk should not be moved. Do not tear any of the power supply wires. Make sure that the fans of the inner cooling fan are not damaged.
দ্বিতীয় ধাপে করণীয়ঃ
প্রথম ধাপে সমস্যা সমাধান না হলে দ্বিতীয় ধাপে খেয়াল করবো প্রসেসরের সাথে লাগানো কুলিং ফ্যানটি ঘুরছে কি না। যদি না ঘুরে থাকে তাহলে আমরা প্রাথমিক ভাবে ধরে নিতে পারি পাওয়ার সাপ্লায় অথবা মাদার্বোডের সমস্য হয়েছে। পাওয়ার সাপ্লায়ের প্রধান সমস্যাই হলো এর কোনো একটি আউটপুটের পাওয়ার শর্ট হয়ে যাওয়া, অর্থাৎ কোনো একজোড়া তারে পাওয়ার আসছে না বা কম আসছে।
আর মাদার্বোডের সমস্যা হলো এর বডির কোনো পার্টস সর্ট হয়ে যেতে পারে।
পাওয়ার সাপ্লায় ও মাদার্বোড ঠিক করার পদ্ধতি পরের পোস্টে আলোচনা করবো।
যদি পাওয়ার সাপ্লায় নষ্ট না হয় তাহলে আমাদের তৃতীয় ধাপের কাজটি করতে হবে।
What to do in the second step:
If the problem is not solved in the first step, I will check in the second step whether the cooling fan connected to the processor is rotating or not. If not, we can initially assume that there is a problem with the power supply or the motherboard. The main problem with the power supply is that one of its outputs is short of power, meaning that a pair of wires are not receiving or receiving less power.
And the problem with the motherboard is that some parts of the body can be sorted.
I will discuss in the next post how to fix the power supply and motherboard.
If the power supply is not damaged then we have to do the third step.
তৃতীয় ধাপে করণীয়ঃ
পাওয়ার সাপ্লায় ঠিক থাকার পরেও যদি পিসি অন না হয়, ডিসস্প্লেতে কোনো সিগন্যাল না আসে তাহলে আমরা দ্বিতীয় ধাপে র্যামটিকে খুলে র্যামের যে অংশ সোনালি কালারের সে অংশকে রাবার দিয়ে ভালো করে ঘোষে পরিষ্কার করবো।
খেয়াল রাখতে হবে র্যামটি যেন ভেঙ্গে না যায়, বা র্যামের কোনো পার্টস উঠে না যায়।
র্যাম পরিষ্কার করা হয়ে গেলে আবার ভালো করে মাদার্বোডে লাগিয়ে দেব। স্বাভাবিক সমস্যাগুলি এতে ঠিক হয়ে যাবে। র্যামে কোনো সমস্যা থাকলে এতে ঠিক হয়ে যাবে। সমস্যা যদি জটিল না হয় তাহলে এতেই কম্পিটার অন হয়ে যাবে, সমস্যাগুলি সমাধান হয়ে যাবে।
যদি এতে না হয় তাহলে র্যামটিকে র্যামের অন্য একটি স্লটে লাগিয়ে দিতে হবে। তাহলে সমস্যাগুলির সমাধান হয়ে যেতে পারে।
Things to do in the third step:
If the PC does not turn on even after the power supply is OK, no signal comes on the display, then in the second step, we will open the RAM and clean the part of the RAM that is golden in color with rubber.
Care should be taken so that the RAM does not break, or any part of the RAM does not rise.
Once the RAM is cleaned, I will put it on the motherboard again. Normal problems will be fixed in it. If there is any problem in Radham, it will be fixed. If the problem is not complicated then the computer will be turned on, the problems will be solved.
If this is not the case then the RAM should be inserted in another slot of the RAM. Then the problems can be solved.
চতুর্থ ধাপে করণীয়ঃ
যদি তৃতীয় ধাপের কাজগুলি করার পরেও সমস্যা গুলি থেকে যায় তাহলে আমরা চতুর্থ ধাপে হার্ডডিক্সটির সাথে লাগানো তারগুলি খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেব। একই সাথে হার্ডডিক্স এর সাথে একটি লাল কালারের চ্যাপ্টা তারের যে প্রান্ত মাদার্বোডের সাথে লাগানো আছে সেটি খুলে পরিষ্কার করে লাগিয়ে দেব। অথবা একই রকমের অন্য পোর্টে লাগিয়ে দেব।
এতেও সমস্যাগুলি সমাধান হয়ে যেতে পারে। এই চারটি কাজ করার পরেও যদি সমস্যা গুলি সমাধান না হয় তাহলে আমাদের পঞ্চম ধাপের কাজটি করতে হবে।
What to do in the fourth step:
If the problem persists even after the third step, we will remove the wires attached to the hard disk in the fourth step and clean and reattach. At the same time, I will open and clean the end of a red-colored flat wire attached to the motherboard with the hard disk. Or put it in another port of the same type.
This can also solve problems. If the problem is not solved even after doing these four things, then we have to do the fifth step.
পঞ্চম ধাপে করণীয়ঃ
উপরের সব চেষ্ট যদি বৃথা হয়ে যায় তাহলে আদের মনে করতে হবে যে প্রসেসরের সমস্যা হয়েছে। প্রসেসরের সমস্যা হলে এই ধরনের সমস্যাগুলি হেয়ে থাকে।
Things to do in the fifth step:
If all the above attempts are in vain then Ader should remember that there is a problem with the processor. Problems with the processor are such problems.
পরের পোষ্টে পাওয়ার সাপ্লায় ও প্রসেসর ঠিক করার পক্রিয়া নিয়ে আলোচনা করবো। কি করে পাওয়ার সাপ্লায় , প্রসেসর,ও মাদার্বোড ঠিক করবো তা আমরা পরের পোস্টে জানবো।
In the next post, I will discuss the process of fixing the power supply and processor. We will know in the next post how to fix the power supply, processor, and motherboard.
1 Comments
Hi
ReplyDeleteThank you for your comment.