কোষ বিভাজন সম্পর্কিত M.C.Q সাজেশন ২০২৫
১. নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন?
ক. সাইটোকাইনেসিস
খ.
মেটাকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস
ঘ.
ইন্টারকাইনেসিস
২. কোষ চক্রের কোন পর্যায়ে DNA অনুলিপন?
ক. M
খ. S
গ. G1
ঘ.
G2
৩. ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় কোন
দশায়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ
এনাফেজ
৪. নিচের কোন পর্যায়ে ক্রসিং- ওভার
শুরু হয়?
ক. প্যাকাইটিনে
খ.
জাইগোটিনে
গ. লেপ্টটিনে
ঘ.
ডায়াকাইনেসিস
৫. নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়?
ক. লেপ্টোটিন
খ.
জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ.
ডিপ্লোটিন
৬. প্রোফেজ-১ এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার
মেমব্রেনের অবলুপ্তি ঘটে?
ক. জাইগোটিন
খ.
প্যাকাইটিন
গ. ডিপ্লোটিন
ঘ. ডায়াকাইনেসিস
৭. ইন্টারফেজ দশায় কোনটি ঘটে?
i) DNA প্রতিলিপন
ii) মাইক্রোটিউবিউলস সৃষ্টি
iii) ADP তৈরি হয়
নিচের কোনটি সঠিক?
ক. I, ii, iii
খ. ii ও iii
গ. iও ii
ঘ.
iও iii
৮. কোষ বিভাজন কে আবিষ্কার করেন?
ক. বোভেরী
খ.
স্ট্রাসবার্জার
গ. ফ্লেমিং
ঘ.
শ্লাইখার
৯. মিয়োসিসের প্রফেজ-১ এর প্যাকাইটিন
উপদশায় দৃশ্যমান X আকৃতির অংশকে কী বলে?
ক. ক্রসিংওভার
খ.
সিন্যাপসিস
গ. টেট্রাড
ঘ. কায়াজমা
১০. কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত
সময়-
ক. ১০-২০%
খ.
৩০-৪০%
গ. ৩০-৫০%
ঘ.
৯০-৯৫%
১১. নিচের কোনটিতে ক্রোমোজোম গতি প্রাপ্ত
হয়?
ক. প্রফেজ
খ.
মেটাফেজ
গ. এনাফেজ
ঘ.
টেলোফেজ
১২. স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিয়োসিস
ঘটে?
ক. দেহকোষ
খ.
জননকোষ
গ. জনন মাতৃকোষ
ঘ. জাইগোট
১৩. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোন উপ-ধাপে?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ.
ডিপ্লোটিন
১৪. কোন উপ-পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম
জোড় বাঁধে?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ.
ডিপ্লোটিন
১৫. মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি-
i) খাটো ও মোটা হয়
ii) বিষুবীয় প্লেটে থাকে
iii) মেটাকাইনেসিস ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. I, ii, iii
খ.
ii ও iii
গ. iও ii
ঘ.
iও iii
১৬. সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে উক্ত
বিভাজনটি ঘটে-
ক. দেহকোষে
খ.
জাইগোটে
গ. জননকোষে
ঘ. জনন মাতৃকোষে
১৭. কোনটিকে নিউক্লিয়াসের বিভাজন বলা
হয়?
ক. মেটাকাইনেসিস
খ.
ইন্টারকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস
ঘ.
সাইটোকাইনেসিস
১৮.মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে
নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে?
ক. প্রোফেজ
খ.
ইন্টারফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
১৯. মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো
কোষের বিষুবতলে অবস্থান করে?
ক. প্রোফেজ
খ.
প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ.
অ্যানাফেজ
২০. মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের
দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে?
ক. মেটাফেজ
খ. এনাফেজ
গ. টেলোফেজ
ঘ.
ইন্টারফেজ
২১. মিয়োসিস কোষ বিভাজন প্রথম কে প্রত্যক্ষ
করেন?
ক. ওয়াল্টার ফ্লেমিং
খ.
স্ট্রাসবুর্গার
গ. বোভেরী
ঘ.
শ্লইখার
২২. ক্রোমজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক
হয় কোন ধাপে?
ক. প্রোফেজ-১
খ.
মেটাফেজ-১
গ. অ্যানাফেজ-১
ঘ.
টেলোফেজ-১
২৩. ক্রসিং-ওভারের ক্ষেত্রে প্রযোজ্য
কোনটি?
i) কায়জমাটার সৃষ্টি হয়
ii) ক্রোমাটিড অংশের বিনিময় হয়
iii) জিনের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. I, ii, iii
খ.
ii ও iii
গ. iও ii
ঘ.
iও iii
২৪. কোষচক্রের কোন পর্যায়ে DNA এর প্রতিলিপি
সৃষ্টি হয়?
ক. প্রোফেজ
খ.
মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. ইন্টারফেজ
২৫. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম
মেরুর দিকে গমন করে?
ক. প্রোফেজ
খ.
মেটাফেজ
গ. এনাফেজ
ঘ.
টেলোফেজ
২৬. অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয়-
ক. প্রোমেটাফেজে
খ.
মেটাফেজে
গ. অ্যানাফেজে
ঘ.
টেলোফেজে
২৭. হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস
সংঘটিত হয়?
ক. জাইগোট
খ.
জনন মাতৃকোষ
গ. দেহ কোষ
ঘ.
জনন কোষ
২৮. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে
সিন্যাপসিস ঘটে?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ.
ডিপ্লোটিন
0 Comments
Thank you for your comment.